'New Year'-এ সবুজের স্পর্শে সেজে উঠুক একফালি বারান্দা, মেকওভারে রাখুন 'ইনডোর প্লান্ট'
First Published Dec 18, 2020, 3:48 PM IST
২০২০ সাল শেষের পথে। নতুন বছরের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ক্রিসমাস থেকেই শুরু হয় সেলিব্রেশন। করোনার প্রকোপে উৎসবের রং ফিকে হলও নতুন বছরকে নিজের মতোন করতে স্বাগত জানাতে সকলেই ব্যস্ত। বাড়ি থেকে সাধের ব্যালকনি, সবজায়গাতেই যেন ইউনিক ব্যাপার থাকে, তার জন্য খুঁজে খুঁজে সেরা জিনিসটাই নিয়ে আসি আমরা। নতুন বছরে পুরোনো অন্দরসজ্জার ভোলবদলে থাকুক সবুজের ছোঁয়া। নতুন বছরে ইনডোর প্ল্যান্ট দিয়েই সাজিয়ে তুলুন আপনার সাধের ব্যালকনি।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন