- Home
- Lifestyle
- Lifestyle Tips
- সাবধান, প্লাস্টিকের বোতলে তো একটানা জল খাচ্ছেন, জানেন কি কতদিন ব্যবহার করা যায়
সাবধান, প্লাস্টিকের বোতলে তো একটানা জল খাচ্ছেন, জানেন কি কতদিন ব্যবহার করা যায়
- FB
- TW
- Linkdin
ত্রিভুজ চিহ্নটির মধ্যে ১ লেখা থাকলে বুঝবেন এটি একবারই ব্যবহার যোগ্য। একবারের বেশি এই প্লাস্টিকের জিনিসটি ব্যবহার করা মোটেই স্বাস্থ্যের পক্ষে ভাল নয়। এই পাক্ষটি পলিথাইলিন টেরেপথ্যালেট জাতীয় পলিথিন দিয়ে তৈরি।
ত্রিভুজ চিহ্নটির মধ্যে ১ লেখা থাকলে বুঝবেন এটি একবারই ব্যবহার যোগ্য। একবারের বেশি এই প্লাস্টিকের জিনিসটি ব্যবহার করা মোটেই স্বাস্থ্যের পক্ষে ভাল নয়। এই পাক্ষটি পলিথাইলিন টেরেপথ্যালেট জাতীয় পলিথিন দিয়ে তৈরি।
ত্রিভুজ চিহ্নটির মধ্যে ৩ লেখা থাকলে বুঝে নেবেন এই ধরনের পাত্রগুলি একবারই ব্যবহার করা যায়। এগুলি সাধারণত পলিভিনিল ক্লোরাইড বা পিভিস দিয়ে তৈরি করা হয়। খাবারের মোড়ক বা রান্নাতে ব্যবহার করা বিভিন্ন পাত্র এই ধরনের জিনিস দিয়ে তৈরি করা হয়।
ত্রিভুজ চিহ্নটির মধ্যে ৪ লেখা থাকলে আপনি অনেকটাই নিশ্চিত। এই ধরনের পাত্রে একাধিকবার পানীয় জল বা খাবার রাখতে পারেন। তবে এক সপ্তাহের বেশি ব্যবহার না করাই ভাল। এই পাত্রগুলু এলডিপিই জাতীয় পলিথিন দিয়ে তৈরি করা হয়।
ত্রিভুজ চিহ্নটির মধ্যে ৫ লেখা থাকলে আপনি একদম নিরাপদ। জলের বোতল, সিরাপের বোতল, সসের বোতল নিচে লেখা থাকে।
ত্রিভুজ চিহ্নটির মধ্যে ৬ লেখা থাকলে একটু সাবধান হওয়াই বালয। এই ধরনের পাত্রে গরম করা খাবার মোটেই স্বাস্থ্যকর নয়। আর বেশি ব্যবহার না করাই ভাল। এই ধরনের পাত্রগুলি পলিস্টিরিন বা স্টাইরোফোম জাতীয় উপাদান দিয়ে তৈরি করা হয়।
ত্রিভুজ চিহ্নটির মধ্যে ৭ লেখা থাকলে ভুল করেও ব্যবহার করবেন না। কারণ এই ধরনের পাত্র স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। খাবার বা কোন তরল জাতীয় জিনিস একদম রাখবেন না।