- Home
- Lifestyle
- Lifestyle Tips
- রঙের উৎসবে বিপদ থেকে সাবধান, চোখ বাঁচিয়ে দোল খেলতে এই পন্থা গুলি অবশ্যই জেনে রাখুন
রঙের উৎসবে বিপদ থেকে সাবধান, চোখ বাঁচিয়ে দোল খেলতে এই পন্থা গুলি অবশ্যই জেনে রাখুন
দুয়ারে কড়া নাড়ছে বসন্ত। রঙের উৎসবে সেজে উঠেছে গোটা বাংলা। খাতায় কলমে এবারে ১৮ মার্চ দোল হলেও গত এক সপ্তাহ ধরেই চলছে রঙের খেলা। কিন্তু দোল এলেই স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়ে অনেকেরই। এদিকে রঙ ছাড়া তো দোল বা হোলি সম্পূর্ণ হয় না৷ কিন্তু এই রঙ ডেকে আনতে পারে একাধিক মারণ রোগ। তাই প্রতিবারই দোলে কিছু বাড়তি সতর্কতা আমাদের সকলেরই নেওয়া উচিত। বিশেষ নজর দেওয়া উচিত চোখের প্রতি। সহজ কথায় চোখের সুরক্ষার দিকটিও রঙের মজায় একবারে উপেক্ষা করা যাবে না। বিশেষত, যাঁদের চোখের সমস্যা বা ডায়াবেটিসের মতো অসুখ রয়েছে। আজ সেই বিষয়েই খানিক আলোচনা করব আমরা।
| Published : Mar 17 2022, 04:27 PM IST
- FB
- TW
- Linkdin
বিশেষজ্ঞরা সর্বদাই কেমিক্যাল যুক্ত রঙের বদলে প্রাকৃতিক ভাবে তৈরি রঙের ব্যবহার করতে বলেন। এতে শরীরের ক্ষতি অনেকটাই কমে। ত্বক চোখ দুইয়ের ক্ষতিই অনেকটা আটকানো যায়।
বিশেষজ্ঞরা সর্বদাই কেমিক্যাল যুক্ত রঙের বদলে প্রাকৃতিক ভাবে তৈরি রঙের ব্যবহার করতে বলেন। এতে শরীরের ক্ষতি অনেকটাই কমে। ত্বক চোখ দুইয়ের ক্ষতিই অনেকটা আটকানো যায়।
বাজারে বিক্রি হওয়া বেশিরভাগ রঙে অ্যাসবেস্টস, পারদ, সিলিকা, মাইকা এবং সীসার মতো বিপজ্জনক রাসায়নিক থাকতে পারে। এগুলি ত্বক এবং চোখের জন্য মারাত্মক ভাবে ক্ষতিকারক। এগুলিকে এড়িয়ে চলুন।
বাজারে বিক্রি হওয়া বেশিরভাগ রঙে অ্যাসবেস্টস, পারদ, সিলিকা, মাইকা এবং সীসার মতো বিপজ্জনক রাসায়নিক থাকতে পারে। এগুলি ত্বক এবং চোখের জন্য মারাত্মক ভাবে ক্ষতিকারক। এগুলিকে এড়িয়ে চলুন।
জিরো পাওয়ারের চশমা পরে দোল খেলুন। চাইলে সানগ্লাসও পরতে পারেন। ক্ষতিকর রং থেকে চোখ থেকে বাঁচতে এটি ভাল কাজ করে।
জিরো পাওয়ারের চশমা পরে দোল খেলুন। চাইলে সানগ্লাসও পরতে পারেন। ক্ষতিকর রং থেকে চোখ থেকে বাঁচতে এটি ভাল কাজ করে।
কোনোভাবে চোখে রঙ ঢুকে গেলে কখনই হাত দিয়ে চোখ ঘষবেন না। এতে কিন্তু কর্নিয়ায় ঘষা লাগতে পারে। চোখে রং ঢুকলে আগে চোখে জলের ঝাপটা দিন। তাতে বিপদের চান্স অনেকটাই কমে যায়।
চোখের চারপাশে নারকেল তেল মেখে রাখুন। তাতে রং চট করে গায়ে বসবে না। গড়িয়ে চোখে ঢোকারও প্রশ্ন নেই৷ তাই বিপদ এড়াতে এই পন্থা অবলম্বন করতেই পারেন।