হোলির রঙ তুলতে নাজেহাল, মুখ-চুল থেকে চটজলদী রঙ তুলে ফেলার টিপস
দোল আর হোলি, টানা দুদিন রঙের উৎসবে রঙিন গোটা দেশ। নানা রঙে পথে ঘাটে কিংবা পরিবারের সকলের মাঝে রেঙে উঠে সেলফি তো অনেক হল, এবার পালা সেই রঙ তুলে ফেলার। কীভাবে! ভেবেই নাজেহাল হচ্ছেন! রইল কিছু টিপস।
| Published : Mar 29 2021, 06:29 PM IST
- FB
- TW
- Linkdin
মুখে রঙ লাগলে, সবার আগে তা সাবার দিয়ে ধুয়ে ফেলতে হবে। তবে যদি আবির হয়ে থাকে, শুকনো অবস্থায় যতটা সম্ভব মুছে ফেলতে হবে।
এরপর ত্বকে ক্লিনজার ব্যবহার করা যেতে পারে, হালকা ক্লিনজিং করার পর মুখে দিতে হবে ফেস ওয়াস।
তবে কখনই কিছু দিয়ে মুখে ঘষাঘষি করা উচিৎ নয়। মুখের ত্বক খুব নরম হয়। সেই দিকে নজর দিতে হবে।
অল্প লেবু বা টক দই দিয়ে মুখে কিছুক্ষণ মাসাজ করুন। এতেও রঙ অনেকটা উঠে আসে। নারকেল তেল দিয়েও রঙ তোলা যায়।
মুলতানি মাটি, গ্লিসারিন ও মধু দিয়ে প্যাকও বানিয়ে নিতে পারেন। তবে টোনার দিতে ভুলবেন না।
চুলের ক্ষেত্রে আগে জল দিয়ে ভালো করে ধুয়ে নিন। তার পর শ্যাম্পু করতে হবে।
শ্যাম্পুর সঙ্গে ডিম মিশিয়ে নিলে তারাতারি স্কাল্প পরিষ্কার হয়ে যাবে। নয়তো মেথি ও দইও মাখা যেতে পারে।
চুলে কন্ডিশনার লাগাতে ভুলবেন না। হালকা গরম জলে চুল ধুলে তারাতারি রঙ পরিষ্কার হয়ে যায়।