সামনেই ভ্যালেন্টাইন ডে, তার আগে জেনে নিন কার হাতে দেবেন কোন গোলাপ
First Published Feb 8, 2021, 3:29 PM IST
৭ ফেব্রুয়ারি, গোলাপ দিবস। এবারই একে একে দিন গোনার পালা শুরু। ঠিক সাত দিনের মাথায় ভ্যালেন্টাইন ডে। প্রিয়জন বা কাছের মানুষের হাতে এটি গোলাপ তুলে দেওয়ার দিন। তাই এই বিশেষ দিনে জেনে নিন কোন গোলাপের রঙের মানে কি!

কেবল একটি ফুল, গোলাপ, তা দিয়েই সহজেই নিজের মনের কথা খুলে বলা যায় কাছের মানুষকে। তাই বিশেষ দিনে কোন গোলাপে কোন সম্পর্কের ইঙ্গিত দেবেন তা জেনে নিন।

রেনবো গোলাপঃ এটি এখন ফ্যাশন, কাউকে রঙিন জীবনের বার্তা পাঠাতে এই রঙের ফুল উপহার দিন।

হলুদ গোলাপঃ এই গোলাপ বন্ধুত্বের প্রতীক। দীর্ঘদিনের কাছের বন্ধুর হাতে আজ তুলে দিন এই ফুল।

নীল গোলাপঃ রহস্যময় সম্পর্কের প্রতীক এই ফুল। তাই ভেবে চিন্তেই এই ফুল কাউকে দেওয়া উচিত।

সাদা গোলাপঃ শান্তির প্রতীক এই গোলাপ। সাধারণত কাউকে আন্তরিকতা বোঝাতে দেওয়া হয় এই গোলাপ।

গোলাপী গোলাপঃ কমনীয়তা ও কৃতজ্ঞতা প্রকাশ করে। কারুর প্রতি কৃতজ্ঞ থাকলে এই ফুল দিন।

লাল গোলাপঃ লাল গোলাপ ভালোবাসার প্রতীক। কাউকে ভালোবেসে থাকলে, কিংবা প্রেমের প্রস্তাব দিতে আজ বেছে নিন এই রং।

বার্গেন্ডি গোলাপঃ কারুর রূপে মুগ্ধ হয়ে থাকলে নিঃসন্দেহে তাঁর হাতে তুলে দিন এই গোলাপ।

বিভিন্ন রঙের গোলাপঃ এই গোলাপ প্রকৃত ভালোবাসা উজার করে বোঝাতে সাহায্য করবে, যার মধ্যে বন্ধুত্ব, আবেগ, ভালোবাসা, শান্তি, সৌন্দর্য সবই থাকবে।

ক্রিম গোলাপঃ কাছের মানুষ, যাঁর ব্যক্তত্ব দ্বারা আপনি প্রভাবিত, এক কথায় যাঁকে আপনি আদর্শ মনে করেন, তাঁকে এই ফুল।
Today's Poll
অভিভাবক হিসাবে আপনার সন্তানের জন্য অনলাইনে কোন ক্লাসের এডুকেশনাল কনটেন্ট পেতে চান ?