ত্বক উজ্জ্বল হবে পিনাট বাটারের গুণে, জেনে নিন কীভাবে ফেসপ্যাক বানাবেন
ত্বক নিয়ে সব সময় চিন্তা চলতেই থাকে। ব্রণহীন, উজ্জ্বল ও দাগহীন কোমল ত্বক পেতে সকলে মরিয়া। কিন্তু, ত্বক উজ্জ্বল করা এত সহজ কথা নয়। সারা বছর ত্বকের যাবতীয় সমস্যা লেগেই থাকে বছর ভর। কখনও ব্রণ, কখনও পিগমেনটেশন, কখনও কালো ছোপ, ট্যানের সমস্যা তো আছেই। ত্বকে সমস্যা দূর করতে আমরা সকলেই কোনও না কোনও পদ্ধতি মেনে চলি। কেউ নিয়মিত পার্লার যাচ্ছেন তো কেউ নিত্য নতুন প্রোডাক্ট ব্যবহার করছেন। এর সঙ্গে সমান তালে চলে ঘরোয় টোটকার ব্যবহার। কিন্তু, এতে সব সময় যে লাভ হয় এমন নয়। আজ রইল পিনাট বাটারের তৈরি প্যাকের হদিশ। ত্বক উজ্জ্বল হবে পিনাট বাটারের গুণে, জেনে নিন কীভাবে।
- FB
- TW
- Linkdin
উপকারী উপাদানে ভরপুর পিনাট বাটার ওজন কমাতে খেয়ে থাকেন অধিকাংশ। কিংবা কেউ খান শরীর সুস্থ রাখতে। এবার এই প্রোটিন, ভিটামিন, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও ফাইবারে ভরপুর পিনাট বাটার দিয়ে বানানা প্যাক। ত্বকের যাবতীয় সমস্যা দূর করতে বেশ উপকারী পিনাট বাটার। জেনে নিন ভাবে ত্বকের যত্ন ব্যবহার করবেন পিনাট বাটার। রইল কয়টি প্যাকের হদিশ।
পিনাট বাটার ও হলুদ দিয়ে বানাতে পারেন প্যাক। প্রথমে হলুদ বেটে নিন। এবার একটি পাত্রে ১ টেবিল চামচ ময়দা নিন। এবার তাতে মেশান ১ টেবিল চামট পিনাট বাটার, হলুদ বাটা। ভালো করে মিশিয়ে নিন। এবার তাতে মেশান গোলাপ জল। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মুখে লাগান। শুকিয়ে গেলে ঘুষে ধুয়ে নিন। মিলবে উপকার।
পিনাট বাটার ও অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে প্যাক বানাতে পারেন। এতে মেশান অ্যালোভেরা জেল। প্রথমে একটি পাত্রে নিন পিনাট বাটার। তাতে মেশান অ্যাপেল সিডার ভিনিগার। মেশান সম পরিমাণ অ্যালোভেরা জেল। ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে নিন। মুখে লাগান। শুকিয়ে গেলে ঘুষে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে ২ থেকে ৩ দিন এই প্যাক ব্যবহার করা যায়।
পিনাট বাটার ও লেবুর রস দিয়ে প্যাক বানাতে পারেন। একটি পাত্রে ১ টেবিল চামচ পিনাট বাটার নিন। তাতে মেশান ১৫ ফোঁটা লেবুর রস। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ঘুষে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে ২ থেকে ৩ দিন এই প্যাক ব্যবহার করা যায়। এতে ত্বক হবে উজ্জ্বল।
পিনাট বাটার ও মধু দিয়ে বানাতে পারেন ফেসপ্যাক। একটি পাত্রে ১ টেবিল চামচ পিনাট বাটার নিন। তাতে মেশান পরিমাণ মতো মধু। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ঘুষে ধুয়ে নিন। মিলবে উপকার। এই প্যাকের গুণে ত্বক হবেব নরম।
পিনাট বাটার ও ডিম দিয়ে প্যাক বানাতে পারেন। একটি পাত্রে পিনাট বাটার নিন। তাতে মেশান ডিমের সাদা অংশ। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ঘুষে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে ১ দিন ব্যবহারেই ত্বকের সকল দান দূর হবে। পিটান বাটার ও ডিমের প্যাক ত্বকে পুষ্টি জোগাবে।
কোকো পাউডার ও পিনাট বাটার দিয়ে বানাতে পারেন ফেসপ্যাক। একটি পাত্রে পিনাট বাটার নিন। তাতে মেশান পরিমাণ মতো কোকো পাউডার। ভালো করে মিশিয়ে প্যাক বানান। এতে মেশান দুধ। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। মিলবে উপকার। ত্বক উজ্জ্বল করতে কোকো পাউডার ও পিনাট বাটারের ফেসপ্যাক বেশ কার্যকরী।
টমেটো ও পিনাট বাটার দিয়ে প্যাক বানাতে পারেন। প্রথমে টমেটো কেটে ভিতরের জেলের মতো অংশ বের করে নিন। এবার তাতে মেশান পিটান বাটার। মিশ্রণটি মিশিয়ে নিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ঘুয়ে নিন। মিলবে উপকার। ত্বকে ট্যান দূর করতে চাইলে ব্যবহার করতে পারেন টমেটো ও পিনাট বাটার দিয়ে প্যাক।
পিনাট বাটার ও কলা দিয়ে প্যাক বানাতে পারেন। একটি অর্ধেক কলা নিয়ে চটকে নিন। এবার তাতে মেশান পিনাট বাটার। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে মুখ ধুয়ে নিন। প্রতি সপ্তাহে ১ থেকে ২ দিন ব্যবহার করতে পারেন এই প্যাক। ত্বক হবে উজ্জ্বল। দূর হবে যাবতীয় সমস্যা।
ত্বক হাইড্রেট করতে বেশ উপকারী এই পিনাট বাটারের তৈরি প্যাক। তেমনই বলিরেখা দূর করতে ব্যবহার করতে পারেন এই সকল প্যাক। এছাড়া পিনাট বাটারের গুণে উজ্জ্বল হবে ত্বক। একাধিক ঘরোয়া টোটকা মেনে বানাতে পারেন পিনাট বাটারের প্যাক। প্রোটিন, ভিটামিন, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও ফাইবারে ভরপুর পিনাট বাটার দিয়ে বানানা প্যাক। যা ত্বকের জন্য বেশ উপকারী।