ছবির পাশাপাশি ব্যবসায়ী নুসরত, নতুন ব্র্যান্ডে দিলেন কতটা চমক
নিখিল ও নুসরতের স্বপ্নপূরমে সাক্ষী থাকল শহর কলকাতা। শনিবারই প্রকাশ্যে এল ইউভ কালেকশন। কলকাতায় এখন বিয়ের মরসুম। এরই মাঝে নতুন প্রজন্মকে নয়া লুকে সাজিয়ে তুলতে দেশি গার্ল ও নিখিল আয়োজন করেছিলেন ফ্যাশন শো-এর। সেলিব্রিটিরা সর্বদাই কোনও না কোনও বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী পোশাক পরে থাকেন। এবার নিজেই নুসরত ও নিখিল পোশাকের ডিজাইন পছন্দ করে তা সকলের সামনে উপস্থাপনা করলেন। দেখে নেওয়া যাক সেই কলেকশনের ঝলক।
110

শনিবার কলকাতার বুকে এক পাঁচতারা হোটেলে সামেন এল নিখিল ডৈন ও নুসরত জাহানের নতুন ব্র্যান্ড ইউভ। সেই ব্র্যান্ডের পোশাকই সকলের নজর কাড়ল এইদিন।
210
নুসরত জাহান, যিনি নিজে অন্যের ডিজাইন করা পোশাক পরেই এতদিন ফ্রেমবন্দি হয়েছেন, এবার তিনি নিজেই তাক লাগালেন নতুন পোশাক কালেকশনে।
310
কেমন এই ইউভ কালেকশন, রইল তারই বেশ কিছু ছবি। শনিবার মোট চার রাউন্ডে পোশাক সামনে নিয়ে আসা হয়।
410
প্রতিটি পোশাকের ঝলকেই মিলল এক নতুনত্বের ছোঁয়া। কখনও সামনে এল দেশি গার্ল লুক, কখনও আবার কনের সাজ।
510
ভারী কোনও জুয়েলারি নয়, কেবল পোশাকই যে কতটা অনন্য হতে পারে, তারই নজির মিলল ইউভ কালেকশনে।
610
প্রতিটি পোশাকেই ছিল এক স্পেশাল টাচ। হালকা পোশাকে, কিন্তু দেখতে চোখ ধাঁধাঁনো। এই পোশাক পরে সেলিব্রিটিরাও এমনই মতামত দিলেন এদিন।
710
এক গুচ্ছ মডেলের পরনে ছিল এদিন ইউভ কালেকশন। সকলেই এদিন সাবলীলভাবেই হেঁটে গেলেন। ফলে পোশাক যে অস্বস্তিদায়ক নয়, তাও স্পষ্ট হয়ে গেল এদিন।
810
না, ইউভ রঙ্গোলী থেকে আলাদা কোনও ব্র্যান্ড নয়। রঙ্গোলী-তেই আলাদা বিভাগ করে রাখা হয়েছে ইউভকে।
910
গতানুগতিক স্টাইল ভেঙে কিংবা ছকভাঙা স্টাইল স্টেটমেন্টই এবার সামনে নিয়ে এলেন নুসরত জাহান, সঙ্গ দিলেন নিখিল জৈন।
1010
এই জুটির নয়া উদ্যোগকে স্বাগত জানাতে পার্টিতে উপস্থিত ছিলেন এদিন টলি-পাড়ার অধিকাংশ তারকাই।
Latest Videos