রান্নার গ্যাস বুকিং করতে গিয়ে নাজেহাল, রইল আরও সহজ পদ্ধতি
একধাক্কায় ফের রান্নার গ্যাসের দাম বাড়াল কেন্দ্রীয় সরকার। চলতি মাস শেষ হতে না হতেই বাড়ল ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম।মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে একলাফে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। ফের হেঁশেলে কোপ পড়ল মধ্যবিত্তের। তার উপর রান্নার গ্যাস বুক করতে গিয়ে হাজারো সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। তবে এবার থেকে আর কোনও ঝক্কি পোহাতে হবে না গ্রাহকদের। নয়া সুবিধা নিয়ে এসেছে ইন্ডেন গ্যাস। জেনে নিন নয়া ব্যবস্থায় কী কী অতিরিক্ত সুবিধা পেতে চলেছেন গ্রাহকরা।
| Published : Feb 29 2020, 04:11 PM IST
রান্নার গ্যাস বুকিং করতে গিয়ে নাজেহাল, রইল আরও সহজ পদ্ধতি
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
19
ইন্ডেন গ্রাহকরা এখন তাদের মোবাইল নম্বর থেকে গ্যাস বুকিং করতে পারবেন।
29
গ্যাস বুকিং করার সময় তিনটে সুবিধা পাবেন গ্রাহকরা। হিন্দি, ইংরেজি, এবং তার সঙ্গে থাকবে আরও একটি আঞ্চলিক ভাষা, যেখানে গ্রাহকরা নিজেদের ভাষা নিবার্চন করতে পারবেন।
39
রেজিস্টার করা মোবাইল নম্বর থেকে আইভিআরএস পদ্ধতিতে দিনের মধ্যে যে কোনও সময় বুক করতে পারবেন রান্নার গ্যাস।
49
তবে নতুন পদ্ধতিতে গ্যাস বুক করার ক্ষেত্রে লাগবে ডিস্ট্রিবিউটারদের এসটিডি কোড।
59
মোবাইলে গ্যাস বুক করার সময় পছন্দের ভাষা সিলেক্ট করে ডিস্ট্রিবিউটারদের এসটিডি কোড দিয়ে তারপর বুকিং করতে হবে।
69
কলকাতার ক্ষেত্রে এসটিডি কোড ০৩৩।
79
অন্যান্য শহরের ক্ষেত্রে এসটিডি কোড যেটি হবে সেটি দিয়ে বুকিং করতে হবে।
89
এবার নিজে থেকেই আপনার কনজিউমার নম্বর চলে আসবে তারপর গ্রাহকদের কাছে অপশন আসবে তিনি কি চাইছেন।
99
বুকিং বা ক্যান্সেলের বা অন্য কিছু চাইলে সেই মতো নম্বর টিপতে হবে।সব কিছু ঠিক মতো হলে গ্রাহকের মোবাইলে মেসেজ চলে আসবে।