- Home
- Lifestyle
- Lifestyle Tips
- অব্যর্থ এই ঘরোয়া টোটকায় মাত্র এক সপ্তাাহে মুক্তি পাবেন খুসকির সমস্যা থেকে
অব্যর্থ এই ঘরোয়া টোটকায় মাত্র এক সপ্তাাহে মুক্তি পাবেন খুসকির সমস্যা থেকে
- FB
- TW
- Linkdin
খুসকির সমস্যা থাকেল ব্যবহার কর দেখুন টকদই। খুসকির জন্য দারুন কার্যকর টকদই। ভাল করে ফেটিয়ে নিন এবং চুলের গোড়ায় দিয়ে ১ ঘন্টা রেখে দিন। তারপর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে হবে।
সপ্তাহে অন্তত তিন দিন ব্যবহার করতে হবে এই টোটকা, প্রথম সপ্তাহ থেকেই বুঝতে বুঝতে পারবেন তফাৎটা।
খুশকির সমস্যা দূর করতে কাজে লাগাতে পারেন নিমপাতা। এর জন্য নিমপাতা বেটে নিয়ে চুলের গোড়ায় লাগিয়ে অন্তত ২০ মিনিট রেখে দিতে হবে। এরপর হালকা গরম জলে চুল ধুয়ে শ্যাম্পু করে নিতে হবে।
তবে খুসকির সমস্যা খুব বেশি পরিমানে দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ এই সমস্যা অতিরিক্ত পরিমানে দেখা দিলে নানান ত্বকের সমস্যাও দেখা পারে।
এছাড়া কাজে লাগাতে পারেন নারকেল তেল ও পাতিলেবুর রস। ২টেবিল চামচ নারকেল তেল গরম করে তার মধ্যে ২টেবিল চামচ পাতিলেবুর রস ভাল করে মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করে ১ ঘন্টা রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।
চুলের গোড়ায় হালকা ভাবে বেকিং সোডা মাথায় দিয়ে মিনিট দশেক স্ক্রাব করে ১ঘন্টা রেখে ভালো করে চুল ধুয়ে ফেলুন। এই উপায়েও খুসকির সমস্যা থেকে মুক্তি পেতে পাবেন।
এছাড়া সারা বছর যদি আমলকি খেতে পারেন তবে চুল ও ত্বক দুই ভালো থাকবে। কারণ আমলকিতে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন সি। যা শুধু খুসকি দূর করতে নয় চুলের গোড়া মজবুত করতেই সাহায্য করে।