- Home
- Lifestyle
- Lifestyle Tips
- সামনেই শীত, ঘরোয়া টিপসেই বজায় রাখুন ঠোঁটের কোমলতা, ঠোঁট ফাটার হাত থেকে বাঁচুন
সামনেই শীত, ঘরোয়া টিপসেই বজায় রাখুন ঠোঁটের কোমলতা, ঠোঁট ফাটার হাত থেকে বাঁচুন
- FB
- TW
- Linkdin
ঠোঁটের রঙ দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, চামড়া শুকিয়ে দিন দিন তা কালো হয়ে যাচ্ছে, তবে কয়েকটি ঘরোয়া টিপস মাথায় রাখুন...
শীতকালে ঠোঁট ফাটে, অনেকের আবার রক্তও বেরিয়ে আসে, এমন সময় ঠোঁটের ত্বকের আদ্রতা কমে যায়।
ত্বকের মত ঠোঁটচর্চাতেও মোক্ষম দাওয়াই অ্যালোভেরা জেল বা অ্যালোভেরা রস। তা লাগিয়ে রাখুন ঠোঁটে, শুষ্কতা কমবে।
নরম ঠোঁট পেতে মধুর সঙ্গে গ্লিসারিন লাগান, এতে ঠোঁট ভালো থাকবে ও সহজেই ঠোঁটের ফাটা কমে যাবে।
বাড়িতে থাকা ঘি অল্প পরিমাণে ঠোঁটে লাগিয়ে রাখলে উপকার পাবেন, স্নানের পর হোক বা বিকেলে, যখনই সময় পাবেন অল্প একটু ঘি লাগিয়ে নিলেই কেল্লা ফতে।
চিনি দিয়ে তৈরি স্ক্রাব করে নিলে মৃত কোষ দূর হয়। তাই সপ্তাহে দুবার অন্তত চিনি দিয়ে ঠোঁট স্ক্রাব করে নিতে হবে।
গোলাপের পাপড়ি দুধের সঙ্গে মিশিয়ে দিনে তিনবার ঠোঁটে লাগান, ঠোঁটের রঙ ফিরবে, পাশাপাশি ঠোঁট ফেটে যে কালচে দাগ হয়েছে তা উঠে যাবে।
রাতে শোওয়ার আগে অল্প পরিমাণে নারকেল তেল লাগিয়ে রাখলে, ঠোঁটের ময়শ্চরাইজার বজায় থাকে ও ঠোঁট ফেটে যায় না।