- Home
- Lifestyle
- Lifestyle Tips
- পুজোর আগে ত্বক সুন্দর করে তুলতে চান, চায়ের মধ্যে একচিমটে এই জিনিসটি মিশিয়ে খান
পুজোর আগে ত্বক সুন্দর করে তুলতে চান, চায়ের মধ্যে একচিমটে এই জিনিসটি মিশিয়ে খান
- FB
- TW
- Linkdin
হলুদের গুণাগুণ নিয়ে কোনও দ্বিমত নেই। শরীরকে সতেজ রাখতে ও সুন্দর করে তুলতে হলুদের জুড়ি মিলে ভার।
কিন্তু কখন তা কীভাবে খেতে হবে সেই উপায়টা জেনে রাখাই হল আসল দাওয়াই। পুজোর আগে অনেকেই এবার পার্লার মুখো হবেন না।
এমন সময় তাই সকলের জন্য রইল বিশেষ টিপস। চা পান করেই ত্বককে করে তোলা যাবে অপরূপ সুন্দর। কীভাবে!
প্রতিদিন চায়ে এক চিমটে হলুদ মিশিয়ে নিতে হবে। তাহলেই মিলবে সুন্দর ত্বক। কী পদ্ধতিতে বানাবেন হলুদ চা!
একটি পাত্রে জল ফুঁটিয়ে তাতে হলুদ দিতে হবে। সামান্য পরিমাণে। এরপর তা ফুঁটে গেলে দিতে হবে চা পাতা।
কিছুক্ষণ ভিজিয়ে রেখে তা পান করলেই বাজিমাত। না কেবল সুন্দর হওয়ার জন্যই নয়।
এই চা পান করলে মিলবে আরও অনেক উপকার। কী কী, শরীরে কোলেস্ট্রোলের মাত্রা কমবে।
চোখের কোনও সমস্যা থাকলে তা মুহূর্তে সারিয়ে তুলবে। রেটিনাকে ভালো রাখবে। বাড়াবে ইমিউনিটি পাওয়ার।
পাশাপাশি তা ক্যান্সারের ঝুঁকিও কমাতে সাহায্য করবে। তাই এই টিপস মাথায় রেখেই আবার থেকে চা পান করে থাকুন।