বড়দিনে সুস্বাদু কেক পেতে চান, কলকাতার এই সেরা দশ ঠিকানায় হাজির হয়ে যান
First Published Dec 17, 2020, 12:32 PM IST
বড়দিনের কেক মানেই এক ভিন্ন স্বাদের আমেজ। ফ্রুট কেকেি মেতে থাকে এই সময় আট থেকে আশি। আর তাই সেরা কেকের ঠিকানার সন্ধান রইল এবার এশিয়ানেট নিউজ বাংলার পাতায়।

দ্য বেকরিঃ ধর্মতলা চত্বরে দ্য বেকারি অবস্থিত। ললিত গ্রেট ইস্টার্নের এই আউটলেটে মিলবে অনবদ্য স্বাদের বিভিন্ন ফ্লেভার কেক। ফিউসন কেকের জন্য বিখ্যাত এই দোকান। খোলা থাকে সকালর সাতটা থেকে রাত ১১টা পর্যন্ত।

নাহমসঃ নিউমার্কেট এলাকার বিখ্যাত কেকের দোকান নাহমস। প্রতিবছরই বড়দিন উপলক্ষ্যে এখানে মেমে বিশেষ কেকের সম্ভার। দোকান খোলা থাকে রাত ৯টা পর্যন্ত। কেকের দাম ৬০ টাকা থেকে শুরু।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন