মোবাইলের এই ভুল অনবরত করছেন, অজান্তেই শরীরে দানা বাঁধছে প্রাণঘাতী রোগ
| Published : Aug 19 2021, 06:14 PM IST
মোবাইলের এই ভুল অনবরত করছেন, অজান্তেই শরীরে দানা বাঁধছে প্রাণঘাতী রোগ
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
18
ঘুম থেকে উঠে ফোন নিয়ে সোজা বাথরুমে। কমোডে গিয়ে পেপার পড়ার অভিজ্ঞতা অনেকেরই আছে। কিন্তু স্মার্ট ফোনের দৌলতে তা যেন শিকেয় উঠেছে। কমোডে বসতেই না বসতেই একের পর এক নোটিফিকেশন আসতেই চলেছে। আর তা দেখার জন্য মরিয়া বর্তমান প্রজন্ম।
28
কিন্তু জানেন নি বাথরুমে গিয়ে ফোন ব্যবহার করলেই অজান্তেই আপনার শরীরে বাসা বাঁধছে জটিল রোগ।
38
বিশেষজ্ঞদের মতে, বাথরুম ভিজে স্যাতস্যাতে থাকে বেশিরভাগ সময়েই। আর এই স্যাতস্যাতে পরিবেশেই দ্রুত বংশবৃদ্ধি ঘটে ব্যাকটেরিয়ার।
48
এর পাশাপাশি ঠিকমতো না হাত ধোয়া এবং কমোডের পাশে ফোন রাখায় দ্রুত ছড়িয়ে পড় ই-কোলাই, সিগেল্লা, সালমোনেল্লার মতো ব্যকটেরিয়া।
58
গবেষকরা আরও জানিয়েছেন মোবাইল ফোন অন থাকলে এবং ক্রমাগত ব্যবহারের ফলে তার তাপমাত্রা এমনিতেই বেশি থাকে যা ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সাহায্য় করে।
68
গবেষকরা আরও জানিয়েছেন মোবাইল ফোন অন থাকলে এবং ক্রমাগত ব্যবহারের ফলে তার তাপমাত্রা এমনিতেই বেশি থাকে যা ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সাহায্য় করে।
78
বাথরুমের ফ্লাশ, দরজার লক ব্যবহারের পর মোবাইল ফোনে হাত দিলে সেখানেও হতে পারে সানমোনেল্লার মতা ভয়ঙ্কর ব্যাকটেরিয়া , যার থেকে টাইফয়েডও হতে পারে।
88
গবেষকরা আরও জানাচ্ছেন, মোবাইলে বাসা বাঁধা ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটেরিয়া খাবারের সঙ্গে দ্রুত লালায় মিশে শরীরে ছড়িয়ে পড়ে। যার থেকে ভয়ঙ্কর রোগ হয়।