অকালপক্কতার সমস্যা দূর হবে হেয়ার অয়েলের গুণে, রইল ১০টি উপকারী তেলের হদিশ
- FB
- TW
- Linkdin
নারকেল তেল ও কারিপাতা দিয়ে বানিয়ে ফেলুন তেল। এই তেলের গুণে দূর হবে অকালপক্কতার সমস্যা। প্রথমে কয়েকটি কারিপাতা নিয়ে তা ঘুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিন। এবার মাঝারি আঁচে কড়াই গরম করুন। এতে দিন নারকেল তেল। তাতে কারিপাতা দিন। ফুটলে ছেঁকে একটি পাত্রে ঢালুন। এবার ঠান্ডা করে একটি বোতলে ঢেলে নিন।
নারকেল তেল ও আমলা পাউডার দিয়ে বানিয়ে ফেলুন হেয়ার অয়েল। নারকেল তেলের সঙ্গে পরিমাণ মতো আমলা পাউডার ভালো করে মিশিয়ে নিন। এবার তা স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত ভালো করে লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন। মিলবে উপকার। সপ্তাহে ২ দিন ব্যবহারে মিলবে উপকার।
আমন্ড অয়েল ও লেবুর রস দিয়ে বানিয়ে ফেলুন প্যাক। একটি পাত্রে আমন্ড অয়েল নিন। এবার তাতে পরিমাণ মতো লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত ভালো করে লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন। মিলবে উপকার। সপ্তাহে ২ দিন ব্যবহারে মিলবে উপকার। দূর হবে অকাপলক্কতার সমস্যা।
নারকেল তেল ও জবা ফুল দিয়ে বানিয়ে ফেলুন হেয়ার অয়েল। অকালপক্কতা তো বটেই সঙ্গে খুশকির সমস্যা থেকে চুল পড়ার মতো সকল সমস্যা দূর হবে। মাঝারি আঁচে কড়াই গরম করুন। এতে দিন নারকেল তেল। তাতে জবা ফুল দিন। ফুটলে নামিয়ে নিন। এবার তা ঠান্ডা করে ছেঁকে নিন। এই তেল দিয়ে ম্যাসাজ করুন মিলবে উপকার।
নারকেল তেল ও লেবুর রস দিয়ে প্যাক বানান। একটি পাত্রে নারকেল তেল নিন। এবার তাতে পরিমাণ মতো লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত ভালো করে লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন। মিলবে উপকার। সপ্তাহে ২ দিন ব্যবহারে মিলবে উপকার। দূর হবে অকাপলক্কতার সমস্যা।
নারকেল তেল ও ভৃঙ্গরাজ পাউডার দিয়ে বানিয়ে ফেলুন প্যাক। একটি পাত্রে নারকেল অয়েল নিন। এবার তাতে পরিমাণ মতো ভৃঙ্গরাজ পাউডার মিশিয়ে নিন। মিশ্রণটি স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত ভালো করে লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন। মিলবে উপকার। সপ্তাহে ২ দিন ব্যবহারে মিলবে উপকার। দূর হবে অকাপলক্কতার সমস্যা।
অলিভ অয়েল ও কালো বীজ তেল (Black Seeds Oil) দিয়ে বানিয়ে ফেলুন এই বিশেষ তেল। একটি পাত্রে সম পরিমাণ অলিভ অয়েল ও কালো বীজ তেল (Black Seeds Oil) মিশিয়ে নিন। এই তেল স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন। এতে যেমন দেখা দেবে না অকালপক্কতার সমস্যা তেমনই দূর হবে শুষ্ক চুলের সমস্যা।
সরষের তেল ব্যবহারে দূর হবে অকালপক্কতার সমস্যা। সপ্তাহে ২ দিন সরষের তেল দিয়ে ম্যাসাজ করুন। এই তেলে আছে একাধিক উপকারী উপাদান। যা অকালপক্কতার সমস্যা দূর করে। সঙ্গে চুল হবে নরম। মেনে চলুন এই বিশেষ টিপস। সপ্তাহে অন্তত ২ দিন সরষের তেল ব্যবহার করুন।
ক্যাস্টর অয়েল ও অলিভ অয়েল মিশিয়ে মাখতে পারেন। একটি পাত্রে সমপরিমাণ ক্যাস্টর অয়েল ও অলিভ অয়েল মিশিয়ে নিন। তা স্ক্যাল্পে লাগান। ভালো উপকার পেতে স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন। এতে যেমন দেখা দেবে না অকালপক্কতার সমস্যা তেমনই দূর হবে শুষ্ক চুলের সমস্যা।
হেনা ও নারকেল তেল দিয়ে প্যাক বানাতে পারেন। হেনা ও নারকেল তেল মিশিয়ে নিন। এবার তা স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন। এতে যেমন দেখা দেবে না অকালপক্কতার সমস্যা তেমনই দূর হবে শুষ্ক চুলের সমস্যা।