- Home
- Lifestyle
- Relationship
- বিয়ের পর কেন মোটা হয়ে যায় মেয়েরা, নিয়মিত বাধনছাড়া সঙ্গমই কি দায়ী এর পিছনে
বিয়ের পর কেন মোটা হয়ে যায় মেয়েরা, নিয়মিত বাধনছাড়া সঙ্গমই কি দায়ী এর পিছনে
- FB
- TW
- Linkdin
বিয়ের পরই নাকি মেয়েরা মোটা হয়ে যায় একথা দীর্ঘদিন ধরেই বহুল প্রচলিত। এর পিছনের আসল কারণটা নিয়ে আজও ধোঁয়াশা।
যৌনতা নিয়ে একেক জনের একেক রকমের ফ্যান্টাসি রয়েছে। অনেকেই বিভিন্ন রকমভাবে যৌনতাকে উপভোগ করে। তবে এটা জানেন কি সঙ্গম শুধু শারীরিক তৃপ্তিই নয়, বরং রোগেরও অব্যর্থ দাওয়াই।
অনেকের মতেই নিয়মিত সঙ্গমের ফলে ওজন বাড়তে থাকে মেয়েদের। যদিও বিজ্ঞানের মতে, একেবারেই তা নয়।
অনেকের মতেই নিয়মিত সঙ্গমের ফলে ওজন বাড়তে থাকে মেয়েদের। যদিও বিজ্ঞানের মতে, একেবারেই তা নয়।
বিশেষজ্ঞদের মতে, বিয়ের পরে অনেকেই মোটা হয়ে যায় একথা সত্য। কারণ হরমোনাল পরিবর্তনের জন্য এমনটা হয়ে থাকে।
বিয়ের পর মেয়েদের শরীর ভারী হয়ে যায়। বিশেষ করে কোমর, থাই, বক্ষদেশ, নিতম্বের আকার পরিবর্তন হয়ে যায়। এর একটাই কারণ শরীরের মধ্যে সেক্স হরমোনের নানারকম পরিবর্তন।
বিয়ের পর মেয়েদের শরীর ভারী হয়ে যায়। বিশেষ করে কোমর, থাই, বক্ষদেশ, নিতম্বের আকার পরিবর্তন হয়ে যায়। এর একটাই কারণ শরীরের মধ্যে সেক্স হরমোনের নানারকম পরিবর্তন।
খাওয়া-দাওয়ার পরিবর্তনের জন্যও অনেকে মোটা হয়ে যায়। এছাড়াও বিয়ের পরে প্রেগনেন্সির জন্যও মেয়েদের শরীরে নানারকম বদল আসতে পারে। তার ফলেও মেয়েরা মোটা হয়ে যান।