মারাদোনা থেকে রোসি, পিকে থেকে চুনি, ২০২০-তে খেলা পাগল বাঙালি হারাল অনেক কিছু
First Published Dec 31, 2020, 12:50 PM IST
অভিসপ্ত ২০২০ সালকে বিদায় জানানোর শেষ লগ্ন চলে এসেছে। 'বিশে বিষ' সালকে বিদায় জানানোর প্রহর গুনছে গোটা বিশ্ব। ক্রীড়া ক্ষেত্রেও চলতি বছরে বিদায় জানাতে হয়েছে একাধিক কিংবদন্তীকে। বছর শেষে আরও একবার দেখে নেওয়া যাক ক্রীড়া মহাকাশ থেকে চলতি বছরে ঝড়ে পড়ল কোন কোন নক্ষত্র। নতুন বছরকে স্বাগত জানানোর প্রাক্কালে সেই সকল খ্যাতনামা ব্যক্তিদের স্মরণে ও সম্মান জানানোর উদ্দেশ্যেই এই প্রতিবেদন।

পিকে বন্দোপাধ্যায়ঃ
ভারতীয় ফুটবলের কিংবদন্তি তথা স্বর্ণযুগের অধিনায়ক প্রদীপ কুমার বন্দোপাধ্যায় গত ২০ মার্চ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেশের ফুটবলের মহীরুহ হিসেবে বিবেচনা করা হয় প্রাক্তন এই ফুটবলার এবং দিকপাল কোচকে। দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের সমস্যা সহ অন্যান্য রোগভোগের পর ৮৪ বছর বয়সে তিনি পাড়ি দেন না ফেরার দেশে। পিকের 'পেপ টক' চির স্মরণীয় হয়ে থাকবে ময়দানে।

চুনী গোস্বামীঃ
পিকে বন্দোপাধ্যায় চলে যাওয়ার ঠিক কয়েকদিন বাদেই ভারতীয় ফুটবল হারায় তার আরও এক কিংবদন্তি চুনী গোস্বামীকে। ১৯৬২ এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় ফুটবল দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও সমান পারদর্শী চুনী গোস্বামীর নেতৃত্বে ১৯৭১-৭২ রঞ্জি ট্রফি ফাইনালও খেলেছিল বাংলা। ১৯৮৩ পদ্মশ্রী, ২০০৫ মোহনবাগান রত্নে ভূষিত হয়েছিলেন এই দিকপাল। দীর্ঘ রোগভোগের পর গত ৩০ এপ্রিল হাসপাতালে ভর্তি অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এই কিংবদন্তির।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন