২০২১-এর সেরা ১২টি স্পোর্টস ইভেন্ট, বছর শুরুতে যা জানতেই হবে আপনাকে
First Published Jan 1, 2021, 12:36 PM IST
২০২০-কে বিদায় জানিয়ে, ২১-সে স্বাগত জানিয়েছে গোটা বিশ্ব। গত বছর বিশ্ব মহামারী করোনা ভাইরাসের কারণে সারা বছর স্বাভাবিক ছন্দ ফিরতে পারেনি ক্রীড়া বিশিব। করোনা পুরোপুরি বিদায় না নিলেও, নতুন বছরে কোভিড নিয়ম মেনেই সমস্ত স্পোর্টিং ইভেন্ট সঠিকভাবে হওয়ার আশা করছে সকলেই। নতুন উদ্যোমে নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত ফুটবল, ক্রিকেট, টেনিস থেকে শুরু করে সমস্ত ক্রীড়াবিদরা। ২০২১-এর শুরুতেই এক ঝলকে দেখে নেওয়া যাক কী কী স্পোর্টস ইভেন্ট সারা বছর অপেক্ষা করে রয়েছে ক্রীড়া প্রেমিদের জন্য।

অস্ট্রলিয়া ওপেন -
করোনার কারমে ২০২০ সালে স্থগিত হয়ে গেলেও, চলতি বছরের শুরুতেই হতে চলেছে টেনিসের অন্যতম সেরা প্রতিযোগিতা অস্ট্রেলিয়া ওপেন। প্রাথমিকভাবে ঠিক হয়েছিল ১৮ জানুয়ারি থেকে শুরু হবে প্রতিযোগিতা। পরে ঠিক হয় নতুন বছরের ৮ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত হবে অস্ট্রেলিয়া ওপেন।

টেবিল টেনিস বিশ্ব চ্যাম্পিয়নশিপ-
করোনার কারণে গত বছর স্থগিত হয়ে গিয়েছিল বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপও। ২০২১-এর এপ্রিলে হওয়ার কথা রয়েছে সেই প্রতিযোগিতা। যদিও সেই তারিখ এখনও নিশ্চিত হয়নি।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন