ব্যক্তিগত জীবন নিয়ে খবরে এসেছেন শেন ওয়ার্ন, লিজ হার্লির বিরহে কাতর ক্রিকেটার
- FB
- TW
- Linkdin
অস্ট্রেলিয়ার ক্রিকেট দুনিয়ায় আজ উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটল। শোকের ছায়া ক্রিকেট মহলে। প্রয়াত হলেন লেগ স্পিনের জাদুকর শেন ওয়ার্ন (Shane Warne)। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্রে ৫২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।
এদিকে, শুক্রবার সকালে প্রয়াত হন অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেট কিপার ব্যাটসম্যান রডনি মার্শ। দক্ষিণ অস্ট্রেলিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। ৯৬টি টেস্ট ম্যাচ ও ৯২টি ওডিআই খেলেছিলেন তিনি। আর সন্ধ্যে নামতেই ছড়িয়ে পড়ে শেন ওয়ার্নের মৃত্যুর খবর।
তাইল্যান্ডে নিজের বাড়িতেই মৃত্যু হয় কিংবদন্তী লেগ স্পিনারের। শেন ওয়ার্নের (Shane Warne) মৃত্যুর খবরে শোকস্তব্ধ ক্রিকেট মহল। ১৫ বছর ধরে ক্রিকেট দুনিয়া মাতিয়েছিলেন তিনি। ১৪৫টি টেস্ট ম্যাচ ও ১৯৪টি ওয়ানডে খেলেছিলেন শেন ওয়ার্ন।
২০১১ সালে লিজ হার্লির সঙ্গে শেন ওয়ার্ন-এর প্রেমের খবর প্রকাশ্যে আসে। বিশ্বের মোস্ট টকড কাপল ছিলেন শেন ওয়ার্ন ও লিজ হার্লি (Liz Hurley)। সম্পর্কটা শুধু প্রেমে আটকে থাকেনি। দুজনে আঙটি বদলও করেছিলেন। তবে, তার দু বছরের মধ্যে সম্পর্কের ভাঙন ধরে।
বহু নারীর স্বপ্নের পুরুষ ছিলেন শেন ওয়ার্ন। সেক্স কেলেঙ্কারি কান্ডে খবরে এসেছিলেন ক্রিকেট তারকা। এর বাইরে দুই মেয়ের সঙ্গে শেন ওয়ার্নের (Shane Warne) ছবি ভাইরাল হয়েছিল। যেখানে আপত্তিকর অবস্থায় দেখা গিয়েছিল তাঁকে। এই ছবি নিয়ে বিতর্ক হয়েছিল বিস্তর।
২০০৫ সালে স্ত্রী সিমোন ক্যালাহানের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় তারকার (Shane Warne)। বিবাহ বিচ্ছেদের বহু নারীর সঙ্গে তাঁর নাম জড়ায়। যেখানে ছিলেন একজন হলিউড অভিনেত্রী। সম্পর্কে জড়ান লিজ হার্লির সঙ্গে। ২০১০ সালে শুরু হওয়া সম্পর্ক ২০১৩ সালে ভেঙে যায়।
মডেল এমিলির সঙ্গেও শেন ওয়ার্নের (Shane Warne) নাম জড়ায়। ২০১৪ সালে প্রকাশ্যে আসে তাঁদের সম্পর্কের কথা। কিন্তু মাত্র তিন মাসের মধ্যে দুজনের মধ্যে ভাঙন ধরে।
হলিউড অভিনেত্রী মার্গট রবির সঙ্গেও সম্পর্কের গুঞ্জন শোনা যায়। ৫১ বছর বয়সে প্রেমে পড়েন তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই বিতর্কে জড়িয়েছেন শেন ওয়ার্ন। তাঁর বিয়ে, প্রেম, সন্তান- সব নিয়েই ছিল বিতর্ক।
তবে, শেষ জীবনে লিজের সঙ্গে প্রেম ভাঙার দুঃখে কাতর ছিলেন শেন ওয়ার্ন (Shane Warne)। লকডাউনের আগে এক সাক্ষাৎকারে স্পষ্ট হয়েছিল সেই কথা। তবে, সেই সম্পর্ক অসম্পূর্ণই থেকে গেল।
জানা যায়, থাইল্যান্ডে একটি ভিলায় ছিলেন ক্রিকেটার। তাঁর ঘরে বহুবার ডাকাডাকির পরেও কোনও সাড়া পাওয়া যাচ্ছিল না। এরপর চিকিৎসকরদের ডাকা হয়। তারা চেষ্টা করলেও শেষ পর্যন্ত কোনও লাভ হয়নি। মাত্র ৫২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন শেন ওয়ার্ন।