শুধু মণিকা বাত্রা নয়, চিনে নিন কমওয়েলথে ভারতের সেরা সুন্দরী মহিলা অ্যাথলিটদের
- FB
- TW
- Linkdin
মণিকা বাত্রা-
ভারতের তারকা টেবিল টেনিস প্লেয়ার হলেন মণিকা বাত্রা। গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে সিঙ্গল এবং দলগত বিভাগ মিলিয়ে দুটি সোনা জিতেছিলেন মণিকা বাত্রা। এবারও নিজের পারফরম্য়ান্স ধরে রাখাই লক্ষ্য তার।
অশ্বিনী পোনাপ্পা-
কমনওয়েলথে পদক জয়ের আরও এক দাবিদার হলেন অশ্বিনী পোনাপ্পা। ২০১০ দিল্লি এবং গত বার গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন ভারতীয় শাটলার অশ্বিনী পোনাপ্পা। এছাড়া নিজের আন্তর্জাতিক কেরিয়ারে রয়েছে একাধিক সাফল্য।
স্মৃতি মন্ধনা-
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের এবার অন্যতম আকর্ষণ হল মহিলাদের ক্রিকেট। টি২০ ফর্ম্যাটে হবে প্রতিযোগিতা। ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক হিসেবে দেখা যাবে স্মৃতি মন্ধনাকে। নিজের সেরাটা দিয়ে দেশকে সাফল্য এনে দিতে মরিয়া স্মৃতি মন্ধনা।
সবিতা পুনিয়া-
অল্প সময়েই ভারতীয় মহিলা হকি দলে তারকা হয়ে উঠেছেন সবিতা পুনিয়া। গোলের নীচে তাকে ভেদ করতে হলে প্রতিপক্ষের অ্যাটাকিং লাইনকে কালঘাম ফেলতে হয়। সম্প্রতি হকি বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দিয়েছেন সবিতা পুনিয়া। কমনওয়েলথ গেমসেও তাঁর নেতৃত্বেই খেলবে ভারত। অলিম্পিকে চতুর্থ স্থানে শেষ করেছিল ভারতীয় মহিলা হকি দল। কমনওয়েলথে পদক এনে দেওয়াই লক্ষ্য তার।
নিখাত জারিন-
কমনওয়েলথে ভারতীয় দলতে পদক এনে দেওয়ার অন্যতম দাবিদার হলেন বক্সার নিখাত জারিন।২০১৯ ব্যাঙ্কক এশিয়ান গেমসে ব্রোঞ্জ পেয়েছিলেন। এ বছর বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন। এবার কমনওয়েলথ গেমসেও ভালো পারফরম্যান্সের বিষয়ে আশাবাদী নিখাত।