যশ বিধ্বস্ত এলাকা নদীপথে ঘুরে দেখলেন কেন্দ্রীয় দল, দেখুন ছবিতে-ছবিতে
- FB
- TW
- Linkdin
যশ বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন ৭ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল।
এদিন দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখছেন সদস্যরা।
সোমবার থেকে তিন দিনের সফরে তাঁরা ঘুরে দেখছেন দিঘা, পাথরপ্রতিমা, গোসাবা সহ ইয়স বিধ্বস্ত এলাকগুলি।
নদীপথে তীরবর্তী গ্রামগুলি পরিদর্শন করেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। সেখানে কত ক্ষয়ক্ষতি হয়েছে, তার পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করবেন আধিকারিকরা। সেই রিপোর্ট তুলে দেওয়া হবে কেন্দ্রের হাতে।
কেন্দ্রীয় দলের নেতৃত্বে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব। রয়েছেন কৃষি মন্ত্রক ও খাদ্য মন্ত্রকের প্রতিনিধিরাও। বুধবার তাঁরা দিল্লি ফিরে যাবেন বলে সূত্রের খবর।
সোমবারই কেন্দ্রীয় দলটি দু'ভাগে ভাগ হয়ে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে রওনা দেন। খতিয়ে দেখেন ক্ষতিগ্রস্থ নদী বাঁধগুলিও।
সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন তাঁরা। মঙ্গলবার একাধিক বৈঠক করার কথা রয়েছে তাঁদের।