সংক্ষিপ্ত
গর্ভধারণ নিয়ে বহু মহিলা সম্মুখীন হচ্ছেন নানা সমস্যার। কখনও পিলিসিস্টিক ওভারির জন্য সমস্যা দেখা দিচ্ছে, কখনও বাধ সাঁধছে থাইরয়েড, এছাড়া প্রজননতন্ত্রে সমস্যা তো আছেই। আপনার ফার্টিলিটি সংক্রান্ত কোনও সমস্যা আছে কি না তা আগে থেকেই বোঝা সম্ভব। আর রইল পাঁচটি লক্ষণের কথা। এই পাঁচটি সমস্যা উপেক্ষা করবনে না, ফার্টিলিটি সংক্রান্ত সমস্যার জানান দেয় এগুলো।
গর্ভধারণ নিয়ে বহু মহিলা সম্মুখীন হচ্ছেন নানা সমস্যার। কখনও পিলিসিস্টিক ওভারির জন্য সমস্যা দেখা দিচ্ছে, কখনও বাধ সাঁধছে থাইরয়েড, এছাড়া প্রজননতন্ত্রে সমস্যা তো আছেই। বর্তমানে গর্ভধারণের আগে দেখা দিচ্ছে একাধিক সমস্যা। তবে, জানেন কী আপনার ফার্টিলিটি সংক্রান্ত কোনও সমস্যা আছে কি না তা আগে থেকেই বোঝা সম্ভব। আর রইল পাঁচটি লক্ষণের কথা। এই পাঁচটি সমস্যা উপেক্ষা করবনে না, ফার্টিলিটি সংক্রান্ত সমস্যার জানান দেয় এগুলো।
পিরিয়ডস নিয়ে অনেক মেয়েরাই সমস্যায় ভোগেন। কারও পিরিয়ডসের দিন অনেক এগিয়ে যায়, তো কারও পিছিয়ে যায়। এই সমস্যা উপেক্ষা করে প্রায় সকলেই। এবার থেকে ডাক্তারি পরামর্শ নিন। বর্তমানে আমাদের অজান্তেই শরীরে বাসা বাঁধছে একাধিক রোগ। তাই এই সমস্যা দেখা দিলে ফেলে রাখবেন না। এর থেকে পরে গর্ভধারণে সমস্যা হতে পারে।
পিরিয়ডসের সময় কারও কারও কোনও মাসে খুব ব্লিডিং হয়, তো কোনও মাসে কম। এটাও মোটেই স্বাভাবিক নয়। এমন হলে ডাক্তারি পরামর্শ নিন। পিরিয়ডসের সমস্যা দেখা গিলে ডাক্তারি পরামর্শ নিন। পিরিয়ডসের এমন সমস্যা জানান দেয়, শরীরে বাসা বেঁধেছে কোনও কঠিন রোগ। তাই শুরুতেই চিকিৎসা করান। তা না হলে পরে সমস্যা বাড়তে পারে।
ঠোঁটের ওপর, বুকে, থুতনিতে অনেক মেয়ের অধিক রোম দেখা দেয়। এই জিনিস উপেক্ষা করবেন না। এমনকী, অধিক ব্রণ-র কারণ হতে পারে হরমোনের পরিবর্তন। এই সমস্যা উপেক্ষা করবেন না। ফার্টিলিটির সমস্যার জানান দেয় এই লক্ষণ। মেয়েদের শরীরের রোম বৃদ্ধি হলে কোনও গাইনোকোলজিস্টের পরামর্শ নিন।
অধিক ওজন একাধিক রোগের কারণ হতে পারে। হঠাৎ করে ওজন বৃদ্ধি হলে ডাক্তারি পরমার্শ নিন। ওজন সব সময় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। ওঝন বৃদ্ধি হলে একাধিক রোগ শরীরে বাসা বাঁধে। আর হঠাৎ করে ওজন বৃদ্ধির সমস্যা উপেক্ষা করবেন না।
যৌন আকাঙ্খা প্রতিটি মানুষের শরীরে থাকে। কিন্তু, এই আকাঙ্খার পরিবর্তন দেখা দিলে ডাক্তারি পরামর্শ নিন। যদি যৌন সম্পর্কে আগ্রহ না পান, তাহলে ফেলে রাখবেন না। এর কারণে হতে পারে উর্বরতার সমস্যা। যৌন সম্পর্কে অনিহার মতো সমস্যা মেয়েদেরও দেখা দেয়। তাই সঠিক সময় ডাক্তারি পরামর্শ নিন। তা না হলে, পরে এই সমস্যা নিষ্পত্তি করা কঠিন হয়ে যাবে।
আরও পড়ুন- রইল মেকআপ সংক্রান্ত ১০টি ভ্রান্ত ধারণা, দেখে নিন আপনি কোনওটা মেনে চলেন কী না
আরও পড়ুন- ঘন্টার পর ঘন্টা সহবাসের যৌনসুখ পেতে চান, সঙ্গমের আগে করুন এই ছোট্ট কাজ
আরও পড়ুন- সপ্তাহের শুরুতেই ছ্যাঁকা দিল সোনার দাম, বিয়ের মরশুমের আগেই চড়চড়িয়ে বাড়ছে রূপোর দরও