সংক্ষিপ্ত
এইডস রোগ নিরাময়ের জন্য চালু হয়েছে ভ্যাকসিন। আজ পালিত হচ্ছে ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডে। প্রতি বছর ১৮ মে পালিত হয় এই দিনটি। এই দিন রোগ প্রতিরোধের জন্য সচেতনতা শিবির করা হয়ে থাকে। এইচআইভি ভ্যাকসিনের প্রয়োজনীয় তথ্যগুলো সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়াই হল এই দিনটির উদ্দেশ্য।
প্রতিদিনই কঠিন ব্যধির জন্য মৃত্যু হচ্ছে শয় শয় মানুষের। এই সকল ব্যধির তালিকায় যেমন রয়েছে ক্যানসারের মতো রোগ। তেমনই আছে এইডস। এইডস রোগের ভাইরাস একবার শরীরে প্রবেশ করা মানে ব্যক্তির মৃত্যু পর্যন্ত হতে পারে। বর্তমানে এই রোগ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। গবেষণায় জানা গিয়েছে, শিশুরাও আক্রান্ত হচ্ছে এই রোগ।
অসুরক্ষিত যৌন মিলনই এই দেশে বাড়াচ্ছে এইডস রোগের প্রকোপ। বিগত ১০ বছরে দেশে মোট ১৭ লক্ষ মানুষ এইচআইভি আক্রান্ত হয়েছেন। কিছুদিন আগে ন্যাশনাল এইডস কন্ট্রোল অরগানাইজেশন থেকে একটি পরিসংখ্যা প্রকাশ পায়। যেখানে বলা হয়েছে, ২০১১ থেকে ১২ সালে দেশে ২ লক্ষ ৪০ হাজার মানুষ এই রোগে আক্রান্ত হন ২০২০ থেকে ২০২১ সালে এই পরিসংখ্যান কমে দাঁড়ায় ৮৫ হাজার ২৬৮জন।
এইডস রোগ নিরাময়ের জন্য চালু হয়েছে ভ্যাকসিন। আজ পালিত হচ্ছে ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডে। প্রতি বছর ১৮ মে পালিত হয় এই দিনটি। এই দিন রোগ প্রতিরোধের জন্য সচেতনতা শিবির করা হয়ে থাকে। এইচআইভি ভ্যাকসিনের প্রয়োজনীয় তথ্যগুলো সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়াই হল এই দিনটির উদ্দেশ্য।
জানা যায়, ১৯৯৭ সালে ১৮ মে মরগ্যান স্টেট বিশ্ববিদ্যালয়ের এক সভায় তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন একটি বক্তৃতা দিয়েছিলেন। সেখানে তিনি মারাত্মক এই রোগের নির্মূল করার জন্য ভ্যাকসিনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এর পর ১৯৯৮ সালের ১৮ মে প্রথম বিশ্ব এইডস ভ্যাকসিন দিবস পালিত হয়। সেই থেকে দিনটি পালন হয়ে আসছে।
প্রতিবছর এই বিশেষ দিনে একটি থিম রাখা হয়। সচেতনতামূলক প্রচারের অংশ হিসেবে কাজ করে এই থিম। ২০২১ সালের থিম ছিল, বিশ্ব সংহতি, যৌথ দায়বদ্ধতা। তবে, এবছর এখনও জানা যায়নি। তবে, আজ সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গিয়েছে সচেতনতা শিবির। এইডস রোগ থেকে বাঁচতে এই রোগ নির্মূল করতে কী কী পদক্ষেপ নেওয়া উচিত প্রচার চলছে তার। এই ভাইরাস শরীরে বাসা বাঁধলে তা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সবার আগে নষ্ট করে দেয়। এর ফলে যে কোনও রোগ আমাদের শরীরে বাসা বাঁধতে পারে। তাই সুস্থ থাকতে মেনে চলুন নির্দিষ্ট নিয়ম। সুরক্ষিত যৌন মিলনই, স্বাস্থ্যকর জীবনযাত্রাই এইডস রোগ থেকে মুক্তি দিতে পারবে।
আরও পড়ুন- বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, রোগ থেকে বাঁচতে কয়টি গুরুত্ব জিনিস সব সময় মেনে চলুন
আরও পড়ুন- গরমে শরীর ঠাণ্ডা রাখতে পাতে রাখুন এগুলি, সুস্থ থাকার পাশাপাশি কমবে ওজন
আরও পড়ুন- অগ্নিমূল্য বাজারে সোনা ও রূপোর দাম কমছে হুড়মুড়িয়ে, এটাই কি সোনা কেনার আসল সময়