সংক্ষিপ্ত

  • জুটমিলের পাশের জনবসতি ভরা বস্তি
  • মাঝরাতে আগুন লেগে বিপত্তি
  • শ্রমিকদের তৎপরতায় আগুন থেকে রক্ষা
  • বালতি করে জলে এনে আগুন নেভায় শ্রমিকরা
     

করোনা আবহে বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল হাওড়ার একটি জুটমিল। মাঝরাতে আগুন লেগে জুটমিলের ভিতর। শ্রমিকরা জানতে পেরে বালতি করে জল এনে আগুন নেভায়। জুটমিলের পাশে বস্তি থাকায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ঘনবসতি পূর্ণ এলাকাও।

আরও পড়ুন-করোনার কোপে বাতিল মেয়ো রোড, টিএমসিপি-র আজ ভার্চুয়াল সভা, টুইট মমতার

বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দাসনগরের ভারত জুটমিলে। শ্রমিকদের অভিযোগ, কারখানার ভিতর অগ্নি নির্বাপণ বিধি মানা হয়নি বলে অভিযোগ। শ্রমিকরা সঠিক সময়ে জানতে না পারলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেত। করোনা আবহে কাজ হারোনার আশঙ্কায় করছিলেন তাঁরা।

আরও পড়ুন-ছোট্ট 'তুলি' টানেই নতুন পথ চলা, অসহায়ের মুখে খাবার তুলে দিতে 'যাদবপুর শ্রমজীবী ক্যান্টিন'

জানাগেছে, মাঝরাতে জুটমিলের ভিতর আগুন দেখতে পান পাশের বস্তিতে থাকা জুটমিলে কাজ করা শ্রমিকরা। তাঁরা ছুটে এসে দেখেন রোলিং সেকশনে আগুন লেগেছে। দাউদাউ করে জ্বলছে জুটের তৈরি দড়ির বেশ কয়েকটি বান্ডিল। প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত লাগান শ্রমিকরা। মিলের ভিতর অগ্নিনির্বাপণ ব্যবস্থা অচল ছিল বলে অভিযোগ। এরপরই পাশের ডোবা থেকে বালতি করে জল এনে আগুন নেভানোর চেষ্টা করে। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান শ্রমিকদের।