জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিইয়ে প্রধানমন্ত্রী আজাদিকা অমৃত মহোৎসবের সফলতাকে জাতির সম্মিলিত শক্তির প্রতীক বলে উল্লেখ করেন।
মন কী বাতে মোদী বলেন, "অগস্ট মাসে, আপনাদের চিঠি, বার্তা এবং কার্ড আমার অফিসকে তেরঙ্গার রঙে রাঙিয়ে দিয়েছে৷ আমি খুব কমই এমন কোনও চিঠি পেয়েছি যা তেরঙা নেই৷"