সংক্ষিপ্ত
বর্ষাকালে বিভিন্ন জায়গায় সাপ উদ্ধারের ঘটনা দেখা যায়। তবে কর্ণাটকের এক গ্রামে যে বিশাল গোখরো ধরা পড়েছে, সাম্প্রতিক সময়ে এত বড় সাপ খুব কমই দেখা গিয়েছে।
কর্ণাটকের আগুমবেতে ধরা পড়ল ১২ ফুট লম্বা একটি গোখরো। কয়েকদিন আগে এই বিশাল গোখরোটিকে উদ্ধার করেছেন সর্প বিশেষজ্ঞরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে হাড় হিম করা ভিডিও। একটি বাড়ির পাশে জঙ্গলে লুকিয়েছিল সাপটি। কর্ণাটকের বন বিভাগের কর্মীরা গিয়ে গোখরোটি উদ্ধার করেন। আগুমবে রেনফরেস্ট রিসার্চ স্টেশনের ফিল্ড ডিরেক্টর অজয় গিরি জানিয়েছেন, স্থানীয় বাসিন্দারা দেখতে পান, রাস্তা পেরোচ্ছে বিশাল গোখরো। এরপর একটি বাড়ির পিছন দিকে ঝোপে লুকিয়ে পড়ে সাপটি। তখনই বন দফতরে খবর দেন স্থানীয়রা। এরপর কর্ণাটকের বন দফতর ও আগুমবে রেনফরেস্ট রিসার্চ স্টেশনের কর্মীরা সাপটি ধরতে যান। তাঁরা বিশেষ কৌশলে সাপটি ধরে নেন। গোখরো ধরা পড়ায় স্থানীয় বাসিন্দারা স্বস্তিতে।
বিশাল সাপ উদ্ধার করে খুশি বনকর্মীরা
আগুমবে রেনফরেস্ট রিসার্চ স্টেশনের ফিল্ড ডিরেক্টর জানিয়েছেন, ‘আমাদের যখন এই বিশাল গোখরোর খবর দেওয়া হয়, তখন আমরা স্থানীয় বাসিন্দাদের বলি, আপনারা সতর্ক থাকুন। কী করতে হবে আর কী করবেন না, সে কথা বলে দিই। এরপর আমরা দ্রুত সেখানে পৌঁছে যাই। সেখানে পৌঁছে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করার পর সাপটিকে ধরার সিদ্ধান্ত নিই। সাপটিকে ধরতে কোনও সমস্যাই হয়নি। এরপর স্থানীয় বাসিন্দাদের সচেতন করে দিই আমরা। তাঁদের হাতে কিছু তথ্যমূলক নথিপত্র তুলে দিই। এরপর স্থানীয় বাসিন্দা ও বন দফতরের আধিকারিকদের সঙ্গে নিয়ে জঙ্গলে সাপটিকে ছেড়ে দিই।’
সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য
বিশাল গোখরো উদ্ধার হলেও, এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় বাসিন্দাদের আতঙ্ক কাটছে না। ওই অঞ্চলে আর কোনও সাপ লুকিয়ে আছে কি না, সেই ভাবনা পেয়ে বসেছে। তবে স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করছে বন দফতর।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
হাতের কেরামতিতেই বিশালাকার গোখরো ধরছেন এই ব্যক্তি, সোশ্যাল মিডিয়ায় তুমুল Viral Video
প্যান্টের ভেতর ঢুকে গেল বিষধর গোখরো, প্রাণ বাঁচাতে কী করলেন যুবক, দেখুন সেই ভিডিও
মাছ ধরার বুদ্ধিতেই বাগে এল বিশাল গোখরো, সাপ দেখতে ভিড় চন্দ্রকোনায়