কুলুতে ফের বাস দুর্ঘটনা। বর্ষাকালে এমনিতেই ঝুঁকি থাকে কুলুর রাস্তায়। তারমধ্যে বাসটি রাস্তা থেকে গিয়ে পাশের নিচে একটি খাদে গিয়ে পড়ে। দুর্ঘটনার পিছনে প্রকৃত কারণ কি তা জানতে তদন্ত চলছে।
সোমবার সকাল। সপ্তাহ শুরুর প্রথম দিন। কুলু শহরের কাছে সাইঞ্জ ভ্যালিতে নেওসি-সানসের রোড ধরে একটু স্কুল বাস সাইঞ্জ থেকে কুলু যাচ্ছিল। আর সেই সময়ই জংলা এরিয়ায় বাসটি নিন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৬ জনের। যার মধ্যে কিছু স্কুল পড়ুয়াও রয়েছে বলে জানা গিয়েছে।
Scroll to load tweet…
