- Home
- India News
- পুজোর মুখে দারুণ খবর! বিনামূল্যে LPG গ্যাস পাবেন ২৫ লক্ষ পরিবার, তালিকায় আপনি আছেন কি?
পুজোর মুখে দারুণ খবর! বিনামূল্যে LPG গ্যাস পাবেন ২৫ লক্ষ পরিবার, তালিকায় আপনি আছেন কি?
উৎসবের মরশুমে কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সম্প্রসারণের ঘোষণা করেছে। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরীর ঘোষণা অনুযায়ী, ২৫ লক্ষ নতুন পরিবারকে বিনামূল্যে গ্যাস সংযোগ দেওয়া হবে, যার ফলে মোট সুবিধাভোগীর সংখ্যা ১০.৬০ কোটিতে পৌঁছাবে।

চারিদিকে শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। বাংলায় চলছে মা দুর্গার আরাধনা। তেমনই মুম্বই-এ পালিত হচ্ছে নবরাত্রি। সারা দেশ জুড়ে এখন উৎসবের আমেজ। আর এই সময় সাধারণ মানুষের জন্য এল সুখবর। বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। জিএসটি সংস্কারের পর নয়া সিদ্ধান্ত নিল কেন্দ্র।
শোনা যাচ্ছে, এবার মিলবে বিনামূল্যে গ্যাস। এই বিষয় সদ্য বিশেষ ঘোষণা করলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিংহ পুরী। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার পরিবার সম্প্রসারনের কথা।
নবরাত্রির শুরুতেই ২৫ লক্ষ পরিবারকে নতুন করে বিনামূল্যে সংযোগ দেওয়ার সঙ্কল্প নিয়েছে তারা। যার ফলে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মোট সদস্য সংখ্যা বেড়ে ১০.৬০ কোটি হয়েছে।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা মহিলাদের জন্য চালু হয়েছে। এটি বিনামূল্যে রান্নার গ্যাসের সিলিন্ডার দিতে হলে ২,০৫৯ টাকা সিলিন্ডার প্রতি খরচ হয় কেন্দ্রের। এটি কেন্দ্রের একটি বড় প্রকল্প। এই সুবিধা যাতে ঘরে ঘরে পৌঁছায় তাই আরও উদ্যোগী হল সরকার।
মোদি সরকার সিলিন্ডার রিফিল করার জন্য ৩০০ টাকা করে ভর্তুকি দিচ্ছে কেন্দ্রীয় সরকার। ১০.৩৩ কোটি পরিবার উজ্জ্বলা যোজনার করত করছে সিলিন্ডার প্রতি ৫৫৩ টাকা রিফিল করার জন্য। এই স্কিমে উপভোক্তারা বিনামূল্যে গ্যাসের ওভেন, এলপিজি সিলিন্ডার, রেগুলেটর পেয়ে থাকেন। নবরাত্রিতে নারী শক্তির বন্দনার কারণেই এই প্রকল্প প্রসারিত করার উদ্দেশ্য।

