- Home
- India News
- ডবল ধমাকা, DA-র সঙ্গে বাড়বে বেসিক স্যালারি, বছর শেষে জোড়া সুখবর আসতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য
ডবল ধমাকা, DA-র সঙ্গে বাড়বে বেসিক স্যালারি, বছর শেষে জোড়া সুখবর আসতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য
- FB
- TW
- Linkdin
ফের ধামাকা কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য। বহুদিন ধরে খবরে রয়েছে তাদের ডিএ-র খবর।
৫৩ শতাংশ ডিএ বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। বহুদিন আগেই ঘোষণা হয়ে গিয়েছে।
এবার প্রকাশ্যে এল বেসিক স্যালারি বৃদ্ধির খবর। শোনা যাচ্ছে বেসিক স্যালারি বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের।
আসছে নয়া বেতন কমিশন। ২০২৬ সালে কার্যকর হবে অষ্টম বেতন কমিশন।
এখন থেকে শুরু হয়ে গিয়েছে অষ্টম বেতন কমিশনের তোড়জোড়। এই বেতন কমিশনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের কত টাকা বাড়বে তা নিয়ে চলছে আলোচনা।
শোনা যাছে, এবার বেতন কমিশন ছাড়াই কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেসিক বাড়তে পারে।
প্রতিবারই বেতন কমিশনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেসিক বৃদ্ধি হয়। এবারও এমনটাই আশা করছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।
তবে, কত শতাংশ বেসিক বেতন বৃদ্ধি হবে তা এখনও আলোচনা স্তরে। এই নিয়ে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের পক্ষ থেকে বিশেষ বক্তব্য পেশ করা হয়েছে।
জানানো হয়েছে, এখন অষ্টম বেতন কমিশন নিয়ে সরকার কোনও প্রস্তাব বিবেচনা করে দেখেনি। তাই কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেসিক স্যালারি বৃদ্ধি হতে পারে নয়া পদ্ধতি মেনে। এমনই আশা কর্মীদের মধ্যে।
প্রকাশ্যে আসা এক প্রতিবেদন অনুসারে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের সংগঠনের প্রতিনিধিরা জানিয়েছেন, যে ২০১৬ সালে শেষ বার বেসিক পরিবর্তন হয়েছিল।
তখন কর্যকর হয়েছিল সপ্তম বেতন কমিশন। তবে এবার একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে নয়া বেতন কমিশন গঠন না করেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেসিক বাড়ানো হবে।
শিবগোপাল মিশ্র দাবি করেন, তিনি এখনও মনে করেন যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেসিক পরিবর্তনের নয়া উপায় হল বেতন কমিশন।
তবে, সরকার নয়া বিকল্পের মাধ্যমে এবার বেসিক পরিবর্তন করতে পারে। যদিও এই নিয়ে আপাতত কেন্দ্রের তরফে কোনও মন্তব্য করা হয়নি।
তবে, সরকার নয়া বিকল্পের মাধ্যমে এবার বেসিক পরিবর্তন করতে পারে। যদিও এই নিয়ে আপাতত কেন্দ্রের তরফে কোনও মন্তব্য করা হয়নি।
কেন্দ্র কী ভাবে সেটা আগে কর্মচারী সংগঠনের কাছে স্পষ্ট করে দিতে হবে।