- Home
- India News
- India New Covid19 Update: বাচ্চাদের মধ্যে বাড়ছে লং টার্ম কোভিড সংক্রমণ, বিস্ফোরক তথ্য গবেষণায়, জানুন এই রোগের উপসর্গ
India New Covid19 Update: বাচ্চাদের মধ্যে বাড়ছে লং টার্ম কোভিড সংক্রমণ, বিস্ফোরক তথ্য গবেষণায়, জানুন এই রোগের উপসর্গ
India New Covid19 Case: করোনা অতিমারির চার বছরেরও বেশি সময় অতিক্রান্ত হলেও ফের ভারতে নতুন করে শুরু হয়েছে কোভিড উদ্বেগ। দেশজুড়ে ফের হু-হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। কী বলছেন গবেষকরা? রইল বিস্তারিত তথ্য সম্পূর্ণ ফটো গ্যালারিতে…

ভারতে ফের করোনা উদ্বেগ
বছর চারেক পর ফের দেশে করোনার হানা। অব্যাহত করোনার (Coronavirus) ছোবল। দিন যত যাচ্ছে ততই উদ্বেগ বাড়িয়ে ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে সংক্রমণের গ্রাফচিত্র। হঠাৎ করে কেন আবার ফিরে এলো এই সংক্রমণ? বিস্ফোরক রিপোর্ট গবেষণায়।
নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা
ভারতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে ৩,৭৫৮ জনে দাঁড়িয়েছে, কেরালায় সর্বোচ্চ সংক্রমণ। ২৪ ঘন্টায় ৩৬০ জন নতুন সংক্রমণ এবং দুটি মৃত্যুর খবর পাওয়া গেছে। মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট সহ অন্যান্য রাজ্যেও সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে।
ভ্যাক্সিন নেওয়ার পরও অব্যাহত করোনার দাপট
১ জুন, রবিবার প্রকাশিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (mohfw) তথ্য অনুসারে, ২৪ ঘন্টায় ৩৬০ জন নতুন সংক্রমণ রেকর্ড করা হয়েছে। ফলে টিকার ডাবল ডোজ নেওয়ার পরও অব্য়াহত করোনা ভাইরাসের দাপট।
SARS_COV2 সংক্রমণ বাড়ছে
সম্প্রতি একটি গবেষণায় প্রকাশ পেয়েছে যে, SARS_COV2 সংক্রমণের ফলে ছোটোদের মধ্যে কোভিডের লং টার্ম উপসর্গগুলি রয়েছে। কারণ এই সংক্রমণের পর ছোটোদের মধ্যে তিনমাস পর্যন্ত কোভিডের উপসর্গ থাকছে।
বাচ্চাদের মধ্যে লং কোভিডের উপসর্গ
গবেষকদের মতে, SARS-CoV-2 সংক্রমণের পর ছোটদের মধ্যে তিন মাস পর্যন্ত কোভিডের লক্ষণগুলো রয়েছে। ২০২২-এর মার্চ থেকে ২০২৪-এর জুলাই পর্যন্ত ৪৭২ জন ইনফ্যান্ট এবং ৫৩৯ জন প্রি-স্কুল বাচ্চাদের নিয়ে এই গবেষণা করা হয়।
কেন বাড়ছে লং কোভিড?
জানা গিয়েছে, এই গ্রুপে যে সব বাচ্চার কোভিড হয়েছিল এবং যারা সংক্রমিত হয়নি, উভয়ই ছিল। সেখানেই দেখা গিয়েছে, ১৫ শতাংশ শিশুর মধ্যে লং কোভিড ছিল। ২ থেকে ৩ বছর বয়সী শিশু ও ৩ থেকে ৫ বছর বয়সী শিশুদের মধ্যে বাড়ছে লং কোভিডের উপসর্গ।
লং কোভিডের উপসর্গ
গবেষণা থেকে জানা গিয়েছে যে, লং কোভিডের উপসর্গগুলি হল, ঘুমের সমস্যা, খিদে কমে যাওয়া, নাক দিয়ে জল পড়া, কাশির মতন সমস্য়া। এছাডা়ও দিনের বেলা ক্লান্তিভাব। খেলাধুলোর ইচ্ছা না হওয়া।
টিনএজদের মধ্যেও লং কোভিডের উপসর্গ
শুধু ২ বছর থেকে ৫ বছর বয়সী শিশু নয়। লং কোভিডের উপসর্গ দেখা দিচ্ছে টিনএজ কিশোর কিশোরীদের মধ্যে। এরফলে বাড়ছে স্নায়বিক সমস্যা, মাথা ঘোরা, ঘুমের সমস্যা, মাথা ব্যাথা, পিঠে ব্যথা।
ক্ষতিগ্রস্ত করছে বাচ্চাদের ইমিউনিটি সিস্টেম
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, লং কোভিডের ফলে ক্ষতিগ্রস্ত বাচ্চাদের ইমিউনিটি সিস্টেম। দেখা দিচ্ছে সর্দি কাশির মত উপসর্গ। যারফলে নানাকরম শারীরিক সমস্য়া দেখা দিচ্ছে।
হাইজিন মেনে চলা জরুরি
স্বাস্থ্য গবেষকরা বলছেন, নতুন করে যাতে করোনা সংক্রামিত না হতে হয় তার জন্য লাইফ স্টাইলে পরিবর্তন আনা জরুরি। প্রকাশ্যে মাস্ক ব্যবহার, স্যানিটাইজারের ব্যবহার। এবং স্বাস্থ্য সচেতন থাকা জরুরি।

