Navy Officer Killed in Kashmir: মঙ্গলবার দুপুরে পহেলগামে জঙ্গিদের ছোঁড়া গুলিতে প্রাণ হারিয়েছেন নৌসেনার লেফটেন্যান্ট বিনয় নরওয়াল। মাত্র সাতদিন আগেই বিয়ে করেছিলেন ওই নৌসেনা অফিসার। নতুন বউকে সঙ্গে নিয়ে হানিমুনে গিয়েছিলেন ভূস্বর্গ কাশ্মীরে।            

Navy Officer Killed in Kashmir: একেই বলে বোধহয় নিয়তির পরিহাস! সবেমাত্র সাতদিন হয়েছে বিয়ের বয়স। গা থেকে যায়নি বিয়ের গন্ধ। হাত থেকে ওঠেনি মেহেন্দি। তার আগেই জঙ্গিদের গুলিতে প্রাণ গেল স্বামীর। বিয়ের মাত্র সাতদিনের মধ্যেই বিধবা হতে হল হিমাংশী নরওয়ালের।

মঙ্গলবার দুপুরে পহেলগামে জঙ্গিদের ছোঁড়া গুলিতে প্রাণ হারিয়েছেন নৌসেনার লেফটেন্যান্ট বিনয় নরওয়াল। মাত্র সাতদিন আগেই বিয়ে করেছিলেন ওই নৌসেনা অফিসার। নতুন বউকে সঙ্গে নিয়ে হানিমুনে গিয়েছিলেন ভূস্বর্গ কাশ্মীরে। কিন্তু এই ভূস্বর্গ কাশ্মীরই যে তাঁদের জীবনে নরক হয়ে আসবে তা জঙ্গি হামলার কিছুক্ষণ আগেও ঘুণাক্ষরেও টের পাননি ওই নবদম্পতি। মুহুর্তের মধ্যেই সব শেষ। দুই পরিবারে এখন খালি কান্নার রোল।

ঘুরতে গিয়ে স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ বছর ২৪-এর হিমাংশী। জানা গিয়েছে, হিমাংশী গুরুগ্রামের বাসিন্দা। গত ১৬ এপ্রিল হরিয়ানার কারনালের বাসিন্দা তথা নৌসেনার অফিসার বিনয় নরওয়ালের সঙ্গে বিয়ে হয় তার। ১৯ এপ্রিল ছিল তাঁদের রিসেপশন। মে মাসেই বিনয়ের ছুটি শেষ। তার আগে বউকে নিয়ে ঘুরতে কাশ্মীর পৌঁছে গিয়েছিলেন বিনয়। ২৩ তারিখ সকাল পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্ত দুপুরের পরই তাল কাটল জীবনের। হঠাৎ করে জঙ্গিদের আক্রমণে মুহুর্তের মধ্যে এলোমেলো হয়ে গেল দুজনের জীবন। চিরতরে হারিয়ে গেলেন বিনয়।

Scroll to load tweet…

জানা গিয়েছে, ইঞ্জিনিয়ারিং পাশ করে বছর তিনেক আগে নৌসেনায় যোগ দেয় বিনয়। কেরলের কোচিতে কর্মরত ছিলেন তিনি। বাবা রাজেশ শুল্ক দফতরে কর্মরত। বর্তমানে তিনি পানিপথে কর্মরত। দাদু প্রাক্তন পুলিশ আধিকারিক ছিলেন। মা আশাদেবী গৃহবধূ। বিনয়ের বোন, সৃষ্টি সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। সেই সূত্রে এখন দিল্লিতে থাকেন তিনি। হিমাংশী পিএইচডি করছেন। কথা ছিল আগামী ২৭ মে বড় করে বিনয়ের জন্মদিন পালন করা হবে। কারণ, তারপরই ছুটি শেষ। কাজে ফিরবে বিনয়। কাজে ফেরা আর হল না বিনয়ের! জঙ্গিদের আক্রমণে সব শেষ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।