ইচ্ছে ছিল বর হবে শিবের মত! শেষমেশ শিবলিঙ্গকেই বিয়ে করলেন ঝাঁসীর যুবতী

শিবলিঙ্গকে বিয়ে করে খবরের শিরোনামে ঝাঁসির কন্যা। এদিন বর বেশে শিবলিঙ্গকে বিয়ে করেছেন তিনি। বরাবরই ইচ্ছে ছিল বর হবে শিবের মত। তাই শিবলিঙ্গকেই বিয়ে করলেন উত্তরপ্রদেশের ঝাঁসীর বাসিন্দা গোল্ডি। ঘটনাস্থল উত্তরপ্রদেশের ঝাঁসি জেলার অন্নপূর্ণা কলোনি।

Share this Video

শিবলিঙ্গকে বিয়ে করে খবরের শিরোনামে ঝাঁসির কন্যা। এদিন বর বেশে শিবলিঙ্গকে বিয়ে করেছেন তিনি। বরাবরই ইচ্ছে ছিল বর হবে শিবের মত। তাই শিবলিঙ্গকেই বিয়ে করলেন উত্তরপ্রদেশের ঝাঁসীর বাসিন্দা গোল্ডি। ঘটনাস্থল উত্তরপ্রদেশের ঝাঁসি জেলার অন্নপূর্ণা কলোনি। গোল্ডি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি সারা জীবন অবিবাহিত থাকবেন। আজীবন ভগবান শিবের সেবা করবেন। গোল্ডির স্বপ্ন ছিল, শিবের মত কেউ একজন বর হবেন। তাই শেষমেষ শিবলিঙ্গকেই বিয়ে করলেন গোল্ডি। বিয়ের কার্ড ছাপানো থেকে অতিথিদের নিমন্ত্রণ। এই বিয়ের অনুষ্ঠানে অতিথিদের জন্য এলাহি খাবারের ব্যবস্থাও করা হয়েছিল।

Related Video