আধার কার্ডেই শেষ পর্যন্ত সিলমোহর সুপ্রিম কোর্টের, ভোটার তালিকা নিয়ে বড় নির্দেশ
বিহারের সমীক্ষায় প্রামাণ্য় নথি হিসেবে আধার কার্ড ব্যবহার করা যাবে। সোমবার এসআইআর সংক্রান্ত মামলায় এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ভোটার তালিকার বিশেষ তবে এই নিয়ম শুধুমাত্র বিহারের জন্যই প্রযোজ্য।

আধার নিয়ে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
বিহারের সমীক্ষায় প্রামাণ্য় নথি হিসেবে আধার কার্ড ব্যবহার করা যাবে। সোমবার এসআইআর সংক্রান্ত মামলায় এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ভোটার তালিকার বিশেষ তবে এই নিয়ম শুধুমাত্র বিহারের জন্যই প্রযোজ্য। আধার কার্ড নিয়ে সুপ্রিম কোর্ট আরও বলেছে, আদার কার্ড কখনই নাগরিকত্বের প্রমাণ নয়। এটি শুধুমাত্র ভোটার তালিকায় নাম তোলার জন্যই ব্যবহার করা যাবে।
শুনানি
বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে উঠেছিল বিহারের ভোটার তালিকার নিবিড়় সংশোধন মামলাটি। এই বেঞ্চ আগেই জানিয়েছিল, ভোটার তালিকায় নাম তোলার জন্য অন্য় নথির সঙ্গে আধারও কার্ডও ব্য়বহার করা যেতে পারে। কিন্তু এই প্রথম আধার নিয়ে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ, পরিচয়পত্রের প্রামাণ্য নথি হিসেবে আধার কার্ড ব্য়বহার করতে পারবেন ভোটাররা। আধারকেই প্রামাণ্য নথি হিসেবে যুক্ত করতে হবে।
১২তম নথি
ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে গ্রহণযোগ্য পরিচয়পত্র প্রমাণের তালিকায় আধার কার্ডকে ১২তম স্থান দিয়েছে সুপ্রিম কোর্ট। এতদিন ১১টি নথির কথা উল্লেখ করেছিল সুপ্রিম কোর্ট। এবার ১২টি নথি যুক্ত হল প্রমাণপত্র হিসেবে।
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ
ভোটারের পরিচয়পত্র এবং নাগরিকত্বের মধ্যে একটি স্পষ্ট আইনি পার্থক্য তুলে ধরেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ জানায়, কারও পরিচয় প্রতিষ্ঠা করার জন্য আধারের সাহায্য নেওয়া যেতে পারে। তবে ভারতের নাগরিকত্বের প্রমাণ হিসাবে ব্যবহার করা যাবে না। শীর্ষ আদালত বলে, 'আমরা স্পষ্ট করে বলছি, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। কেউ নাগরিকত্বের প্রমাণ হিসাবে আধার দাখিল করতে পারবেন না।'
আধার আইন
আধার আইনের ৯ নম্বর ধারায় বলা হয়েছে, আধার নম্বর বা অথেনটিকেশন ধারকের নাগরিকত্বের বা বাসস্থলের প্রমাণ হবে না। অন্যদিকে ২০১৮ সালে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ পুত্তস্বামী মামলায় জানিয়েছিল, আধার নম্বর কারও নাগরিকত্বের অধিকার অধিষ্ঠিত হতে পারে না। এদিনের শুনানিতে সেই বিষয়টি নিশ্চিত করল সুপ্রিম কোর্ট।

