একেই বলে 'অমর ' প্রেম! মৃত প্রেমিকের সঙ্গে বিয়ে করে জাতপাতের বদলা নিল তরুণী
মৃত প্রেমিককে বিয়ে করে প্রেমকে অমর করে দিল মহারাষ্ট্রের এক তরুণী। জাতপাতের কারণে তরুণীর পরিবার তাঁর প্রেমিককে হত্যা করে। কিন্তু তারপরই তরুণী প্রেমকে স্বীকৃতি দিতে মৃত প্রেমিককের সঙ্গে বিয়ে করে।

'অমর ' প্রেম
মৃত প্রেমিককে বিয়ে করে প্রেমকে অমর করে দিল মহারাষ্ট্রের এক তরুণী। জাতপাতের কারণে তরুণীর পরিবার তাঁর প্রেমিককে হত্যা করে। কিন্তু তারপরই তরুণী প্রেমকে স্বীকৃতি দিতে মৃত প্রেমিককের সঙ্গে বিয়ে করে। শুধু তাই নয়, তাঁর মৃত প্রেমিকের বাড়িতেই এবার থেকে থাকার সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয়রা জানিয়েছে তরুণী এবার থেকে তাঁর মৃত প্রেমিকের বাড়িতেই তাঁর স্ত্রীর পরিচয় থাকার তোড়জোড়় করছে।
মহারাষ্ট্রের ঘটনা
এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের নান্দেদে। সেখানে আঁচল নামের এক তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল ২০ বছরের এক তরুণ টেটের। দুজনের জাত ভিন্ন হওয়ায় পরিবারের সদস্যরা তাদের সম্পর্ক মেনে নেয়নি। বিশেষ করে তরুণীর পরিবার এই সম্পর্কে তীব্র আপত্তি জানিয়েছিল।
তরুণকে মারধর
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ২০ বছরের টেটকে আঁচলের ভাই, দাদা ও বাবা টেটকে মারধর করে। প্রবল মারধর করে। পাথর দিয়ে মাথা থেঁতলেদেয়। তারপর মৃত্যু নিশ্চিত করতে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় টেটের। তারপরই প্রেমকে সম্মান দিতে মৃতদেহের সঙ্গে বিয়ে করার সিদ্ধান্ত নেয়।
প্রেমের সম্পর্ক
আঁচল আর টেটের প্রেম প্রায় তিন বছরের। টেট আঁচলদের বাড়িতে যাতায়াত করত। তারপরই ধীরে ধীরে একে অপরের কাছে আসে। প্রেমের সম্পর্ক তৈরি হয়। আঁচলের পরিবার সম্পর্ক ভাঙতে একাধিকবার হুমকি দেয়। কিন্তু তারপরেও দুজন সম্পর্ক থেকে বেরিয়ে আসেননি।
বিয়ে করার সিদ্ধান্ত
পরিবারের হুমকির মুখে দাঁড়িয়ে আঁচল আর টেট বিয়ে করার সিদ্ধান্ত নেয়। পরিবারের সদস্যরা এই খবর জানতে পারে। বৃহস্পতিবারই মেয়ের প্রেমিকের ওপর চড়াও হয়। মারধর করে। সেখানেই মৃত্যু হয়।
শেষকৃত্যের সময়
এদিন টেটের বাড়িতে শেষকৃত্য চলছিল। সেই সময়ই তরুণী প্রেমিকের বাড়িতে যান। নিহত প্রেমিকের শরীরে হলুদ মাখিয়ে দেন। কপালে সিঁদুর দেন। তার মৃত প্রেমিকের দেহের সঙ্গে বিয়ে করেন। তরপরই মৃত প্রেমিকের স্ত্রী হিসেবে সারা জীবন টেটের বাড়িতে থাকার সিদ্ধান্ত নেন। বলেন, 'আমাদের ভালবাসা জিতেছে, মৃ্ত্যুর পরেও আমরা জিতে গিয়েছে। আবার বাবা ও ভাইরা হেরে গিয়েছে। ' পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে, তদন্ত শুরু করেছে।

