Air Commodore Chandrasekhar Passes Away: না ফেরার দেশে বিজেপি-র রাজ্য সভাপতি এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরের বাবা তথা প্রাক্তন এয়ার কমান্ডার মাঙ্গাট্টিল কারাক্কাদ চন্দ্রশেখর। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Air Commodore Chandrasekhar Passes Away: প্রয়াত বিজেপি-র রাজ্য সভাপতি এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরের বাবা এয়ার কমোডর মাঙ্গাট্টিল কারাক্কাদ চন্দ্রশেখর। বেঙ্গালুরুর একটি হাসপাতালে তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। এম.কে. চন্দ্রশেখরের জীবন ছিল দেশপ্রেম ও সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ১৯৫৪ সালে ভারতীয় বায়ুসেনায় যোগ দিয়েছিলেন তিনি। এবং ১৯৮৬ সালে এয়ার কমোডর পদে থেকে অবসর গ্রহণ করেন। ত্রিসূরের দেশমঙ্গলমে জন্মগ্রহণ করেছিলেন তিনি। তাঁর পরিবারের মধ্যে বর্তমান রয়েছেন স্ত্রী আনন্দভাল্লি, পুত্র রাজীব চন্দ্রশেখর এবং তাঁর নাতি-নাতনিরা।

সদ্য প্রয়াত বাবা এয়ার কমোডর এম.কে. চন্দ্রশেখরকে শ্রদ্ধা জানিয়েছেন তাঁর পুত্র, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, "আমার বাবা আজ আর আমাদের মাঝে নেই। তিনি একটি দীর্ঘ ও অনুপ্রেরণাদায়ক জীবন যাপন করেছেন। আমার জীবনের প্রতিটি পদক্ষেপে তাঁর শিক্ষা ও ভালোবাসার ছায়া ছিল।"

তিনি আরও লেখেন, "তিনি একজন বায়ু যোদ্ধা, একজন দেশপ্রেমিক এবং একজন অত্যন্ত ভালো মানুষ ছিলেন। কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি ছিলেন একজন মহান পিতা এবং পথপ্রদর্শক।" রাজীব চন্দ্রশেখরের মতে, তাঁর বাবার অবদান শুধু ভারতীয় বায়ুসেনাতেই সীমাবদ্ধ ছিল না, বরং তাঁর পরিবার এবং সমাজেও তিনি অনুপ্রেরণার উৎস ছিলেন।

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।