সংক্ষিপ্ত

  • খেলা ঘুরে গিয়েছে মহারাষ্ট্রে
  • ফের মুখ্যমন্ত্রী হয়েছেন দেবেন্দ্র ফড়নবিশ
  • বিজেপি সরকারকে সমর্থন করেছে এনসিপি
  • এনসিপি বিধায়কদের সমর্থনপত্রের অপব্যহারের অভিযোগ অজিত পওয়ারের বিরুদ্ধে

 

শুক্রবার রাতে মহারাষ্ট্রবাসী ঘুমাতে গিয়েছিলেন পরবর্তী মুখ্য়মন্ত্রী হচ্ছেন উদ্ধব ঠাকরে, এটা জেনে। আর শনিবার তাদের ঘুম ভাঙল ব্রেকিং নিউজ, ফের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিললেন দেবেন্দ্র ফড়নবিশ, এই খবরে। তবে দেবেন্দ্র নন, এই মুহূর্তে মহারাষ্ট্র রাজনীতিতে ফোকাসে রয়েছেন উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া এনসিপি নেতা অজিত পওয়ার। এনসিপি ও কংগ্রেস দুই নির্বাচন পূর্ববর্তী জোটসঙ্গীরই দাবি অজিত পওয়ার এনসিপি বিধায়কদের সমর্থনপত্রের অপব্যবহার করেছেন।  

দেখুন ভিডিও - সব হিসেব উল্টে মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন ফড়নবীশ

রাজ্যপালকে দেওয়া সরকার গড়ার দাবিপত্রে বিজেপি তাদের ১২০ জন বিধায়কের সঙ্গে এনসিপির ৫৪ জনের সমর্থনপত্রও জমা দিয়েছে। কংগ্রেসের দাবি এনসিপি-র পরিষদীয় দলের নেতা নির্বাচিত হওয়ায় অজিতের কাছই বিধায়কদের সমর্থনপত্রটি ছিল। সেই ৫৪ বিধায়কের সই করা সমর্থনপত্রই কাউকে কিছু না জানিয়ে অজিত বিজেপির হাতে তুলে দিয়েছেন।

দেখুন ভিডিও - দরকার নেই 'খিচুড়ি' সরকারের, মসনদে বসেই শিবসেনাকে তোপ ফড়নবীশের

শরদ পওয়ার দাবি করেছেন তিনি এই বিষয়ে কিছু জানতেন না। এনসিপি সূত্রে খবর সম্ভাব্য শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট সরকারের মুখ্যমন্ত্রী কে হবেন, তা নির্ধারিত ছিল না। শুক্রবারের বৈঠকে অবশ্য উদ্ধব ঠাকরের নামে মোটামুটি সিলমোহর পড়েছিল। তবে তখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় সমর্থনপত্রে মুখ্য়মন্ত্রীর নামের জায়গাটা ফাঁকা ছিল। সেখানেই এদিন অজিত পওয়ার দেবেন্দ্র ফড়নবিশের নাম বসিয়ে দিয়েছেন। এনসিপি নেতা নবাব মালিক সরাসরি অজিতের বিরুদ্ধে সমর্থনপত্রের অপব্যবহারের অভিযোগ তুলেছেন।

দেখুন ভিডিও - বিজেপিকে সমর্থন দিয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী শরদ পাওয়ারের ভাইপো, দরকার স্থায়ী সরকার, সাফাই অজিতের

দেখুন ভিডিও - সব হিসেব উল্টে মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন ফড়নবীশ

দেখুন ভিডিও - দরকার নেই 'খিচুড়ি' সরকারের, মসনদে বসেই শিবসেনাকে তোপ ফড়নবীশের

দেখুন ভিডিও - বিজেপিকে সমর্থন দিয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী শরদ পাওয়ারের ভাইপো, দরকার স্থায়ী সরকার, সাফাই অজিতের