Assam HS Examination 2026: মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ পোস্ট অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার। কী লিখেছেন তিনি? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Assam HS Examination 2026: আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অসমে মাধ্যমিক পরীক্ষা। বা HSLC/ম্যাট্রিক পরীক্ষা। বুধবার একই সঙ্গে জানানো হয়েছে, উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষা ২০২৬ সালের ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। আসন্ন এই দুই বড় পরীক্ষার জন্য সকল পরীক্ষার্থীকে শুভেচ্ছা ও সফলতার কামনা জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে একটি বার্তা পোস্ট করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

এক্স হ্যান্ডেলে কী লিখেছেন অসমের মুখ্যমন্ত্রী? https://x.com/himantabiswa/status/1991001918760759445?s=20

সেখানে তিনি লেখেন, ‘’আগামী বছর ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ ও ১১ তারিখ থেকে শুরু হচ্ছে ২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষা। আসন্ন এই পরীক্ষা উপলক্ষে সমস্ত পরীক্ষার্থীদের আমার তরফ থেকে শুভকামনা ও সাফল্য প্রার্থনা করছি। সবার পরীক্ষা খুব ভালো হোক এই আশা রাখছি।'' 

জানা গিয়েছে যে, অসমের মুখ্যমন্ত্রী তাঁর এক্স (X) হ্যান্ডেলে ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছেন। পোস্টে তিনি লিখেছেন, “গুরুত্বপূর্ণ পরীক্ষা সংক্রান্ত আপডেট— ১. এইচএসএলসি (ম্যাট্রিক) পরীক্ষা ২০২৬ শুরু হবে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে। ২. উচ্চ মাধ্যমিক (HS) ফাইনাল পরীক্ষা ২০২৬ শুরু হবে ১১ ফেব্রুয়ারি থেকে। আসন্ন পরীক্ষার জন্য সকল পরীক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা।”

তবে এখনও প্রকাশিত নয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রুটিন। এইচএসএলসি ফর্ম ফিল-আপের পোর্টাল পুনরায় খুলল। অসম শিক্ষা বোর্ড (SEBA) এখনও মাধ্যমিক (Class 10) ও উচ্চ মাধ্যমিক (Class 12) পরীক্ষার আনুষ্ঠানিক তারিখ প্রকাশ করেনি। তবে এর মধ্যেই এইচএসএলসি পরীক্ষার জন্য ফর্ম ফিল-আপের পোর্টাল পুনরায় খুলে দেওয়া হয়েছে।

জানা গিয়েছে যে, ফর্ম পূরণের পোর্টালটি ১৭ নভেম্বর ২০২৫ থেকে আবার চালু করা হয়েছে এবং এটি খোলা থাকবে আগামী ২০ নভেম্বর ২০২৫ পর্যন্ত। পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর ২০২৫। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যেই ফর্ম পূরণ ও ফি প্রদানের প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দিয়েছে বোর্ড।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।