সংক্ষিপ্ত

জোর করে গ্রামবাসীদের ধর্ম পরিবর্তন করার প্রচেষ্ঠা! অভিযুক্তের জামিনের আর্জি খারিজ করল আদালত

বেআইনি ভাবে ধর্মান্তরিত করার জন্য এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়। এবার সেই ব্যক্তির জামিন খারিজ করল এলাহাবাদ কোর্ট। কোর্টের মতে, সংবিধান সবাইকে ধর্ম পালনও প্রচার করার অধিকার দেয়, কিন্তু ধর্মান্তরিত করার অধিকার দেয় না এলাহাবাদ কোর্ট। তাই অভিযুক্তের জামিনের আর্জি খারিজ করল এলাহাবাদ কোর্ট।

উত্তরপ্রদেশের ধর্মান্তর আইন ২০২১ এ বেআইনি ধর্মান্তর আইনের তিন এবং পাঁচ ধারায় মামলা রুজু করা হয়। বিশ্বনাথ নামের এক ব্যক্তি বাড়িতে একটি বিশেষ অনুষ্ঠানে বহু তপশিলি জাতি উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন । তারাই মামলাকারীকে ধর্মান্তর করার চাপ দিতে থাকেন। তারা অভিযোগকারীকে হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার জন্য জোর করেছিলেন।

অভিযুক্তদের প্ররোচনায় বেশ কিছু গ্রামবাসী ধর্ম পরিবর্তন করেন। কিছু গ্রামবাসী প্রার্থনা শুরু হওয়ার আগে পালিয়ে গিয়ে পুলিশে নালিশ করেন। এবার সেই মামলার জমিনের আর্জি খারিজ করল আদালত।