সংক্ষিপ্ত
মন্দিরের দুয়ার খুলে দেবেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রস্তুতির মাঝেই এবার স্থাপন করা হল মন্দিরের সোনার দরজা।
২২ জানুয়ারি খুলে যেতে চলেছে উত্তর প্রদেশের অযোধ্যার রাম মন্দিরের (Ayodhya Ram Temple) দরজা। মন্দিরের দুয়ার খুলে দেবেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মন্দিরে এখন চলছে একেবারে শেষ পর্বের প্রস্তুতি এবং নিরাপত্তার বহর। সেই প্রস্তুতির মাঝেই এবার স্থাপন করা হল মন্দিরের সোনার দরজা।
-
মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, এই দরজাগুলি গর্ভগৃহের উপরের তলায় স্থাপন করা হচ্ছে। রাম মন্দিরে মোট ৪৬ টি দরজা স্থাপন করা হবে, যার মধ্যে ৪২ টি লেপে দেওয়া হবে ১০০ কেজি সোনা দিয়ে।
এর আগে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দফতর থেকে নির্দেশ জারি করা হয়েছিল যে, রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে ২২ জানুয়ারি বন্ধ রাখতে হবে উত্তর প্রদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। এটিকে একটি 'জাতীয় উৎসব' বলে অভিহিত করে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে, এই উপলক্ষে সমস্ত সরকারি ভবনগুলিকে সজ্জিত রাখতে হবে।
-
এরপরেই প্রকাশ পেল মন্দিরের স্বর্ণ দুয়ারের ছবি। মঙ্গলবার একটি দরজা বসানো হয়েছে বলে জানা গেছে। আরও ১৩ টি দরজা বসানোর কাজ আগামি ৩ দিনের মধ্যেই সম্পন্ন করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। দরজাগুলি ১২ ফুট উঁচু এবং ৮ ফুট চওড়া। এর দু'পাশে খোদাই করা রয়েছে শুঁড় উঁচু করে অভিবাদন জানানো দুটি হাতির মূর্তি। আর, ওপরের দু'পাশে রয়েছে একটি মন্দিরের আকৃতির সামনে জোড়হাত করা দু'জন রাজকর্মচারীর মূর্তি।