সংক্ষিপ্ত

ক্রমশই যেন অশান্ত হয়ে উঠছে ভূস্বর্গ। জম্মু-কাশ্মীরে একের পর এক জঙ্গি হামলার ঘটনা ঘটেই চলেছে।

ক্রমশই যেন অশান্ত হয়ে উঠছে ভূস্বর্গ। জম্মু-কাশ্মীরে একের পর এক জঙ্গি হামলার ঘটনা ঘটেই চলেছে।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই রিয়াজিতে পুণ্যার্থীদের বাসে জঙ্গি হামলার (Terror Attack) ঘটনা ঘটে। মৃত্যুও হয় অনেকের। আর সেই হামলার ৩ দিনের মধ্যে আরও ২টি জঙ্গি হামলার সাক্ষী থাকল জম্মু-কাশ্মীর (Jammu & Kashmir)। প্রথমে কাঠুয়া এবং তারপর ডোডা। পরপর হামলায় শহিদ হয়েছেন ১ জওয়ান।

পাশাপাশি আহত হয়েছেন ৫ জওয়ান সহ ৬ জন। সেইসঙ্গে, নিকেশ করা গেছে এক জঙ্গিকে। অন্যদিকে, রিয়াজিতে তীর্থযাত্রীদের বাসে গুলি করে ১০ জনকে হত্যার ঘটনায় সেই ঘাতক জঙ্গির স্কেচ প্রকাশ করল জম্মু-কাশ্মীর পুলিশ। ওই পাক জঙ্গির (Pakistan Terrorist) খোঁজ দিলে ২০ লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে তারা।

গত মঙ্গলবার, কাঠুয়ার হীরানগর এলাকার অন্তর্গত সাইদা গ্রামে হামলা চালায় একদল জঙ্গি। এই ঘটনায় আহত হন ৩ গ্রামবাসী। দেশের নিরাপত্তারক্ষীরাও (Security Forces) পাল্টা আঘাত হানেন। খতম হয় ১ জঙ্গি। কিন্তু শহিদ হন ১ জওয়ান। তবে সেখানেই শেষ নয়। রাতের দিকে আরও একটি হামলার ঘটনা ঘটে জম্মুর ডোডা জেলার।

সেখানে ভাদেরওয়া-পাঠানকোট সড়কে, ৪ ব্যাটেলিয়ন রাষ্ট্রীয় রাইফেলস এবং পুলিশের যৌথ চেকপোস্টে অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। সেই হামলায় গুরুতর আহত হয়েছেন ৫ জওয়ান সহ ১ জন পুলিশ কর্তা। ইতিমধ্যেই এই হামলার দায় স্বীকার করেছে জইশ-ই-মহম্মদ ঘনিষ্ঠ নিষিদ্ধ সংগঠন কাশ্মীর টাইগার্স। সবমিলিয়ে পরপর ৩টি জঙ্গি হামলায় রীতিমতো আতঙ্কিত গোটা উপত্যকা।

অন্যদিকে, গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে, রিয়াজিতে হামলার ঘটনায় জড়িত রয়েছে ৩ পাক জঙ্গি। তারা সকলেই লস্কর-ই-তৈবার সদস্য। বাসে হামলার ঘটনায় অভিযুক্ত জঙ্গির খোঁজ পেতে বিভিন্ন এলাকায় চলছে চিরুনি তল্লাশি। রিপোর্ট অনুযায়ী, গত ৯ জুন থেকে এখনও পর্যন্ত জম্মু-কাশ্মীরে মোট ১১টি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। প্রতিটি ক্ষেত্রেই রয়েছে পাকিস্তান যোগ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।