- Home
- India News
- Bank Holidays: চলতি সপ্তাহে টানা ৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল তারিখ, না জানলে পড়বেন বিপদে
Bank Holidays: চলতি সপ্তাহে টানা ৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল তারিখ, না জানলে পড়বেন বিপদে
সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দুর্গাপুজোর ছুটির আগে একই সপ্তাহে চার দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত টানা ৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এর মধ্যে রয়েছে দুর্গাপুজোর ছুটি, সাপ্তাহিক ছুটি এবং অন্যান্য আঞ্চলিক ছুটি।

এবছর সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দুর্গাপুজো। এই সময় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই), আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএউসি ব্যাঙ্ক এবং অন্যান্য ব্যাঙ্কগুলোতে থাকে আঞ্চলিক ছুটি। ফলে সেপ্টেম্বরে এমনিতেই আছে পুজোর ছুটি। তার আগে একই সপ্তাহে চার দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।
সাধারণত প্রতি মাসে সব কয়টি রবিবার ছাড়া দ্বিতীয় ও চতুর্থ শনিবার থাকে ব্যাঙ্ক বন্ধ। এরই সঙ্গে বিভিন্ন উৎসব উপলক্ষে থাকে ছুটি। এবার সামনে এল চলতি সপ্তাহের ছুটির তালিকা।
এদিকে গত কাল ৫ সেপ্টেম্বর আমেদাবাদ, আইজল, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, চেন্নাই, দেরাদুন, হায়দ্রাবাদ, ইম্ফল, কানপুর, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, রাঁচি, শ্রীনগর, তিরুবনন্তপুরম, বিজওয়াড়ায় ইদ-ই-মিলাদ/ মিলাদ-উন-নবী / তিথি উপলক্ষ্যে ছুটি ছিল।
তারপর ৮ সেপ্টেম্বর অর্থাৎ আজ মুম্বই-এ ইদ ই মিলাদ উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১২ সেপ্টেম্বর - ব্যাঙ্ক বন্ধ জম্মু ও কাশ্মির। ইদ ই মিলাদ উল নবি।
১৩ সেপ্টেম্বর- মাসের দ্বিতীয় শনিবার থাকবে ব্যাঙ্ক বন্ধ।
১৪ সেপ্টেম্বর- রবিবার উপলক্ষ্যে থাকবে ব্যাঙ্ক বন্ধ।
২২ সেপ্টেম্বর (সোমবার)- জয়পুরে নবরাত্রি স্থাপন উপলক্ষ্যে ছুটি।
২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার)- জম্মু, শ্রীনগরে মহারাজা হরি সিং জি-র জন্মদিন উপলক্ষ্যে ছুটি।
তেমনই পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর জন্য মাসের শেষে টানা ছুটি থাকবে। এবছর ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত টাকা ছুটি থাকবে। এর মধ্যে ২৯ এবং ৩০ সেপ্টেম্বর এবং ১ ও ২ অক্টোবর পুজোর ছুটি। তার আগে ২৭ সেপ্টেম্বর চতুর্থ শনিবার ও ২৮ সেপ্টেম্বর রবিবার। ফলে মাসের শেষ থেকে অক্টোবরের শুরু পর্যন্ত টানা ৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।

