সংক্ষিপ্ত
- আজ বিহারে প্রথম দফার নির্বাচন
- ৭১টি আসনে ভোটগ্রহণ, ৮ মন্ত্রীর ভাগ্য নির্ধারণ
- ভোট গ্রহণ শুরুর আগে প্রধানমন্ত্রীর ট্যুইট বার্তা
- ভোটদাতাদের করোনা বিধি মেনে চলার পরামর্শ
বিহার বিধানসভায় ভোটের দামামা বেজেছে। করোনা আবহের মধ্যেই বিহারে নির্বাচন। বুধবার ৭১টি আসনে প্রথম দফার ভোট গ্রহণ শুরু। নীতিশ কুমার সরকারের হেভিওয়েট আট মন্ত্রীর ভাগ্য নির্ধারণ আজ। এই অবস্থায় ভোটগ্রহণ পর্ব শুরুর আগে বিহারবাসী করোনা সুরক্ষায় ট্যুইট বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুন-অমানবিক স্কুল শিক্ষক, বাড়ির বারান্দায় বিশ্রামরত ভ্য়ান চালককে পিটিয়ে খুন
ট্য়ুইট বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, ''বিহার বিধানসভা নির্বাচনে আজ প্রথম দফার ভোট গ্রহণ। গণতন্ত্রের সবচেয়ে উৎসবে সামিল হতে সব ভোটারদের কাছে আমি আবেদন করছি। তবে, কোভিড সংক্রান্ত বিধি নিষেধ মেনে চলতে হবে ভোটারদের। দুটি বিষয়ে অবশ্যই মনে রাখবেন। দো গজ দূরত্ব বজায় রাখুন এবং মাস্ক অবশ্যই পরুন। মনে রাখবেন আগে ভোটদান, পরে জলপান''।
আরও পড়ুন-করোনা সংক্রমণ বৃদ্ধির জের, এবার হাতুড়ে চিকিৎসকদের কাজে লাগাবে স্বাস্থ্য দফতর
করোনা আবহের মধ্যে ভোট গ্রহণ শুরু হয়েছে বিহারে। বিজেপি-জেডিইউ বনাম কংগ্রেস-বাম-আরজেডি মহাজোট। এবারের বিধানসভা নির্বাচনে সবচেয়ে বড় ইস্যু হল পরিযায়ী শ্রমিক। লকডাউনের গোড়ার দিকে তাঁদের রাজ্যে ঢুকতে দেয়নি নীতিশ কুমার সরকার। সেই ঘটনার প্রভাব বিহার ভোট ব্যাঙ্কে পড়বে কিনা সেটাই দেখার। অন্যদিকে, বুধবারই নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুজাফ্ফরপুরে জনসভা প্রধানমন্ত্রীর।