Bengaluru stampede protests: বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) আইপিএল (IPL 2025) জয় উদযাপনে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনা নিয়ে দেশজুড়ে তোলপাড় চলছে। রবিবার বেঙ্গালুরুতে বিক্ষোভ দেখাল বিজেপি (BJP)।
BJP Protests Bengaluru Stampede: বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) আইপিএল (IPL 2025) জয় উদযাপনের সময় ভয়াবহ ধাক্কাধাক্কিতে (Bengaluru Stampede) ১১ জনের মৃত্যুর ঘটনায় কর্ণাটকের কংগ্রেস সরকারের ভূমিকার নিন্দা জানিয়ে রবিবার বিধান সৌধে (Vidhana Soudha) মহাত্মা গান্ধীর মূর্তির (Mahatma Gandhi statue) সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি (BJP) নেতারা। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Chief Minister Siddaramaiah) এবং উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের (Deputy Chief Minister D K Shivakumar) প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেতারা। তাঁরা কর্ণাটকের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। এই ঘটনা নিয়ে আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।
কর্ণাটক সরকারকে আক্রমণ বিজেপি-র
কর্ণাটকের বিরোধী দলনেতা অরবিন্দ বেল্লাদ অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী ভিড় নিয়ন্ত্রণের পরিবর্তে সেলফি তোলা এবং আরসিবি-র খেলোয়াড়দের সঙ্গে জয় উদযাপন করার দিকে বেশি মনোযোগ দিয়েছিলেন। বেল্লাদ বলেছেন, ‘কর্ণাটকের এই বড় দুর্ঘটনায় ৩০ জনেরও বেশি সাধারণ নাগরিক আহত হয়েছেন এবং ১১ জন প্রাণ হারিয়েছেন। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার এই ঘটনার জন্য দায়ী। কারণ, তাঁরা সেলফি তুলতে চেয়েছিলেন এবং আরসিবি-র খেলোয়াড়দের সঙ্গে জয় উদযাপন করতে চেয়েছিলেন। পুলিশ ও সরকারি আধিকারিকদের সমস্ত মনোযোগ তাঁদের দিকেই ছিল। তাঁরা মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রীকে সুরক্ষা দেওয়ার কাজে ব্যস্ত ছিলেন। যেখানে স্টেডিয়ামে জড়ো হওয়া জনতাকে অরক্ষিত রেখে দেওয়া হয়েছিল। কোনও পুলিশি নিরাপত্তা ছিল না। সব পুলিশ আধিকারিক মুখ্যমন্ত্রী ও তাঁর পরিবারকে নিরাপত্তা দেওয়ার কাজে ব্যস্ত ছিলেন। সিদ্দারামাইয়ার পদত্যাগ করা উচিত।’ প্রবীণ বিজেপি নেতা সি টি রবিও কর্ণাটক সরকারের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘১১ জন মারা গিয়েছেন। এ বিষয়ে সত্য কথা বলা কি রাজনীতি? আমরা কি মৃত্যুর খবর শুনে দোসা খেতে গিয়েছিলাম? কে দায়ী? আমরা কি সবাইকে বিধান সৌধে ডেকে এনে সম্মাননা জানিয়েছি? আরসিবি কি রাজ্য বা কন্নড়িগদের প্রতিনিধিত্ব করে? মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রী দায়ী। আপনাদের রাজনৈতিক কৃতিত্বের লড়াইয়ের কারণেই এটি ঘটেছে।’
আর্থিক সহায়তা কর্ণাটক সরকারের
সিদ্দারামাইয়া ধাক্কাধাক্কিতে মারা যাওয়া ব্যক্তিদের পরিবারের জন্য ঘোষিত ক্ষতিপূরণ বৃদ্ধি করে ২৫ লক্ষ টাকা করার নির্দেশ দিয়েছেন। এর আগে সরকার প্রতি পরিবারের জনের জন্য ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছিল। মঙ্গলবার আইপিএল ফাইনালে পাঞ্জাব কিংসকে (Punjab Kings) আইপিএল শিরোপা জয়ের পর আরসিবি দলের সম্মাননা জানানোর আগে ধাক্কাধাক্কির জন্য নৈতিক দায়িত্ব নিয়ে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব এ শঙ্কর এবং কোষাধ্যক্ষ ই এস জয়রাম পদত্যাগ করেছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


