বর আনতে গেলেন খোদ কনে। তাও আবার গাড়িতে বসে নয়। একেবারে জিপের বনেটে বসে ধুমধাম করে বিয়ে করতে যান তিনি। ভোপালের রাজপথ ধরেই ছুটল সেই গাড়ি। 

বিয়ে (Marriage) বাড়ি মানেই এখন আনন্দ, ঠাট্টা। একটা বড় উৎসব যেন। কয়েকটা দিন পরিবারের সদস্যদের একসঙ্গে মিলিত হওয়া। আর সেই অনুষ্ঠানে অনেক সময়ই কিছু না কিছু মজার মুহূর্ত ক্যামেরাবন্দী হয়ে যায়। মুঠোফোনের যুগে এরপর সঙ্গে সঙ্গে তা পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায় (Social Media)। আর কে দেখে! মজার সেই ভিডিও মুহূর্তে ভাইরাল। তেমনই একটি বিয়েবাড়ির মজার ভিডিও ভাইরাল (Viral Video) হতে দেখা গিয়েছে।

বিয়ে (Wedding) মানে ধুমধাম করে বরযাত্রীকে বিয়ে করতে যান বর। আর বিয়ের পর্ব মিটিয়ে তারপরে তিনি নববধূকে নিয়ে যান বাড়িতে। কিন্তু ভোপালের (Bhopal) এক যুবতী ঘটান এমন কাণ্ড যা দেখে সবাই অবাক হয়ে যান। এমনকী, সব ধারণা একেবারে ভেঙে চুরমার করে দিয়েছেন তিনি। বর আনতে গেলেন খোদ কনে (Bride)। তাও আবার গাড়িতে বসে নয়। একেবারে জিপের বনেটে বসে ধুমধাম করে বিয়ে করতে যান তিনি। ভোপালের রাজপথ ধরেই ছুটল সেই গাড়ি। আর বনেটে সেই কনে তখন চোখে সানগ্লাস লাগিয়ে দিব্যি নাচতে নাচতে বরকে আনতে যাচ্ছেন।

আরও পড়ুন- ছবি তুলতে গিয়ে বরের কোলেই পড়ে গেলেন তাঁর বন্ধু, মুচকি হাসি কনের

Scroll to load tweet…

আরও পড়ুন- স্কুলে চুরি হয়েছে পেনসিল, অভিযোগ জানাতে সোজা থানায় ছুটল খুদে

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, ভোপালের বহু মানুষ এই শোভাযাত্রায় যোগ দিয়েছিলেন। আর এই কাণ্ড দেখে একেবারে অবাক হয়ে যান পথচলতি অনেকেই। জানা গিয়েছে, ওই কনে ভোপালের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় চাকরি করেন। মধ্যপ্রদেশের বৈরাগড়ের বাসিন্দা ওই যুবতীর নাম ভাবনা লালওয়ানি। কম্পিউটার নিয়ে পড়াশোনা করার পরে তথ্য ও প্রযুক্তি সংস্থায় চাকরি করেন তিনি। কনের বাড়ির একজন সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন যে, বরের বাড়িতে ভাবনা নিজেই যেতে চেয়েছিলেন। এমনকী, কনের বিয়ে করারও শর্ত এটাই ছিল বলে জানা গিয়েছে। মেয়ের বাবা সেই উদ্ভট দাবি মেনে নেয়, আর মেনে নিয়েছিলেন পাত্রপক্ষও। তারপরই কনের ইচ্ছে মতোই জিপের বন্দোবস্ত করা হয়। আর তাতে চেপেই বিয়ে করতে যান তিনি। তাঁকে দেখেই অবাক হয়ে যান পথচলতি সবাই। 

আরও পড়ুন- ভারী লেহেঙ্গায় নয়, বরং রাত-পোশাকেই সাতপাক ঘুরতে চান কনে

আর সেই কয়েক কিলোমিটার রাস্তাতেই কনের সঙ্গে নাচতে লেগে যান বহু পথচারীও। এমনকী, এই 'আজব' ঘটনা দেখে তা ক্যামেরাবন্দী করে রাখেন অনেকেই। আর সেই ভিডিওই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তবে যুবতীর এই কীর্তিকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই।