সংক্ষিপ্ত

বর্তমানে তরুণ ও যুব সম্প্রদায়ের মধ্যে সহজে অর্থ রোজগারের প্রবণতা বাড়ছে। এরই সুযোগ নিচ্ছে প্রতারকরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে রয়েছে প্রতারণার ফাঁদ। অনেকেই সেই ফাঁদে পা দিচ্ছেন।

হাওড়া স্টেশনের টিকিট কাউন্টার-সহ বিভিন্ন জনবহুল স্থানে বিজ্ঞাপন দেখা যায়, 'সুন্দরী মহিলাদের সঙ্গে বন্ধুত্ব করে অর্থ রোজগার করুন।' এবার সোশ্যাল মিডিয়াতেও এই ধরনের বিজ্ঞাপন দেখা যাচ্ছে। সুন্দরী মহিলাদের গর্ভবতী করতে পারলেই ২০ থেকে ৫০ লক্ষ টাকা, অডি-বিএমডব্লু গাড়ি, গাড়ি দেওয়া হবে বলে বিজ্ঞাপনে দাবি করা হচ্ছে। এই লোভনীয় বিজ্ঞাপন দেখে অনেকেই যোগাযোগ করছেন। কিন্তু 'লোভে পাপ, পাপে মৃত্যু' এই প্রবাদ সত্যি প্রমাণিত হচ্ছে। কারও মৃত্যু না হলেও, আর্থিক ক্ষতি হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় প্রতারণার এই জাল পুলিশের নজর এড়ায়নি। সবাইকে সতর্ক করে দিচ্ছে পুলিশ।

কীভাবে চলছে প্রতারণা?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেকার যুবক, অল্প সময়ের মধ্যে টাকা রোজগার করতে চাইছেন এমন ব্যক্তিদের প্রলুদ্ধ করার চেষ্টা চালাচ্ছে প্রতারকরা। তাদের সঙ্গে যাঁরা যোগাযোগ করছেন, তাঁদের বলা হচ্ছে, নির্দিষ্ট সময়ের মধ্যে একজন মহিলাকে গর্ভবতী করে তুলতে হবে। সোশ্যাল মিডিয়া থেকে সুন্দরী মহিলাদের ছবি চুরি করে আগ্রহী যুবকদের প্রলুদ্ধ করা হচ্ছে। তাঁদের বলা হচ্ছে, আধার কার্ড দিয়ে নাম নথিভুক্ত করতে হবে এবং প্রসেসিং চার্জ হিসেবে নির্দিষ্ট অঙ্কের টাকা দিতে হবে। ভবিষ্যতে বিপুল অঙ্কের টাকা রোজগারের কথা ভেবে অনেকেই প্রসেসিং চার্জ দিচ্ছেন। এই টাকা দেওয়ার পরেই আর প্রতারকদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না সংশ্লিষ্ট ব্যক্তিরা। ফলে সবদিক থেকেই তাঁদের ক্ষতি হচ্ছে।

বিহার থেকে চলছে প্রতারণা

প্রতারিত হওয়ার পর অনেকেই পুলিশে অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনার তদন্ত শুরু করে বিহার থেকে আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জেরা করছেন তদন্তকারীরা। এই প্রতারণা চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, সে বিষয়ে তদন্ত করছে পুলিশ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'ডিজিটাল অ্যারেস্ট' নিয়ে সতর্ক করেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জানালেন এই প্রতারণা এড়ানোর সহজ উপায়

৪ কোটির প্রতারণা একাধিক দোকানে, ইউপিআই ব্যবহার করতে গিয়ে জালিয়াতির শিকার, গ্রেফতার ১২

ফোন করে টাকা চাইল পুলিশ! তারপর ১৫ লক্ষ টাকা প্রতারণা, নিউটাউনের ঘটনায় শোরগোল, অচেনা ফোন মানেই বিপদ?