২০২৬ থেকে বড় বদল আনছে CBSE, পরীক্ষায় বসতে হলে মানতে হবে এই নয়া নিয়ম, রইল বিস্তারিত
আগামী বছর থেকে CBSE দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য ৭৫ শতাংশ হাজিরা বাধ্যতামূলক করেছে। এই উপস্থিতি অভ্যন্তরীণ নম্বরের সঙ্গে যুক্ত থাকবে এবং নির্দিষ্ট হাজিরা না থাকলে পড়ুয়ারা বোর্ড পরীক্ষায় বসতে পারবে না।

আগামী বছর থেকে নিয়মে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে CBSE। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পড়ুয়াদের স্কুলে ৭৫ শতাংশ হাজিরা বাধ্যতামূলক করে দেওয়া হল। এই নির্দিষ্ট হাজিরা না থাকলে CBSE পরীক্ষায় বসতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে।
জানা গিয়েছে, সিবিএসসি নয়া নিয়ম চালু করতে চলেছে। আগামী বছর যারা দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষায় বসবেন, তাদের মানতে হবে এই নিয়ম। ৭৫ শতাংশ স্কুলে হাজিরা থাকা আবশ্যক। তেমনই বোর্ডের পক্ষ থেকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, পড়ুয়াদের এই উপস্থিতি সরাসরি অভ্যন্তরীণ নম্বরের সঙ্গে যুক্ত হবে।
স্কুলে এই অভ্যন্তরীণ মূল্যায়ন একদিনের বা এককালীন পরীক্ষা নয়। বরং, দুই বছরের শিক্ষার ওপর ভিত্তি করে করা হয়ে থাকে। আগামী বছর থেকে দশম ও দ্বাদশ শ্রেণিপাশ করতে চাইলে শুধু পড়াশোনা করলেই হবে না। স্কুলে যাওয়াও বাধ্যতামূলক করা হয়েছে।
১৫ সেপ্টেম্বর CBSE বোর্ড জারি করেছে এই নিয়ম। এবার শুধু পড়াশোনার ওপর পাশ করা নির্ভর করবে না। স্কুলে হাজিরা ও পড়াশোনা উভয়ের ওপর নির্ভর করবে পাশ করা। ২ বছরের পড়াশোনা ও কার্যকলাপের ওপর নির্ভর করবে সব।
এরই সঙ্গে দশমশ্রেণির পড়ুয়ারা ৫টি বাধ্যতামূলক বিষয় ছাড়াও আরও ২ টি বিষয় নিতে পারবে। দ্বাদশের ক্ষেত্রে আরও ১টি বিষয় অতিরিক্ত নিতে পারবে। যে সকল পড়ুয়ারা কোনও বিষয় পুনরায় পরীক্ষা দিতে চাইলে প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে পুনরায় পরীক্ষয় অংশ নিতে পারবে। তবে, যাদের উপস্থিতি ও অভ্যন্তরীন নম্বর সম্পূর্ণ থাকবে না, তারা সে পরীক্ষাতেও বসতে পারবেন না। তাই এবার থেকে অবশ্যই থাকতে হবে ৭৫ শতাংশ উপস্থিতি।

