India Pakistan Clash News: ভারতের আকাশসীমায় বন্ধ থাকবে পাকিস্তানের বিমান চলাচল। আরও মেয়াদ বৃদ্ধি করল কেন্দ্র সরকার। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন… 

India Pakistan Clash News: এখনও ব্যবহার করা যাবে না ভারতের আকাশসীমা। বিমান পরিষেবা বন্ধের মেয়ার আরও একমাস বাড়ালো কেন্দ্র। এই বিষয়ে কেন্দ্রের তরফে শুক্রবার নোটিস টু এয়ার মিশন জারি করা হয়েছে (NOTAM)। ওই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে যে, পাকিস্তানের কোনও বিমান এখনও প্রবেশ করতে পারবে না ভারতের আকাশসীমায়। ফলে পাকিস্তানি বিমান চলাচলে ভারতের আকাশ এখনও বন্ধ থাকছে। নির্দেশিকায় আরও জানানো হয়েছে যে, এই বন্ধের সময়সীমা আগামী ২৩ জুন পর্যন্ত বাড়িয়ে দেওয়া হল।

সূত্রের খবর, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে আরও অনবনতি ঘটেছে ভারত-পাকিস্তান সম্পর্কের। সেই আবহে ভারতের আকাশসীমায় পাকিস্তানি বিমান পরিষেবা বন্ধের জন্য গত ৩০ এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছিল কেন্দ্রীয় সরকার। পাকিস্তানি বিমানের জন্য ভারতের আকাশসীমা ব্যবহার বন্ধের যে নির্দেশিকা দিয়েছিল নয়াদিল্লি, শুক্রবার সেই নোটিসের মেয়াদ আরও বৃদ্ধি করল কেন্দ্র। ফলে পাকিস্তানের ডোমেস্টিক ও সামরিক বিমান উভয়ের ক্ষেত্রেই ২৩ জুন পর্যন্ত ভারতের আকাশসীমা ব্যবহার বন্ধের নির্দেশ বহাল থাকবে। 

Scroll to load tweet…

সরকারি সূত্রে খবর, গত বুধবার ব্যাপক ঝড়বৃষ্টি ও শিল পড়ার কারণে দিল্লি-শ্রীনগরগামী একটি বিমানকে লাহোরে অবতরণের জন্য এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (ATC) কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন পাইলট। খারাপ আবহাওয়া এড়াতে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করার অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু অনুমতি মেলেনি। ফলে দুর্যোগের মধ্যেই কোনও রকমে বিমানটি অবতরণ করে শ্রীনগর বিমানবন্দরে। এরফলে যাত্রীরা অক্ষত থাকলেও বিমানের নাক ভেঙে যায়। আর তারপরই ভারতের তরফে পাকিস্তানি বিমানের আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই বিষয়ে ডিজিসিএ-র তরফে নোটিস জারি করা হয়। 

প্রসঙ্গত, বিদেশমন্ত্রী জয়শঙ্কর স্পষ্ট করে বলেছেন যে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত কাশ্মীর নিয়ে নয়, বরং সন্ত্রাসবাদ নিয়ে। ২২ এপ্রিল পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর, ৭ মে ভারত ‘অপারেশন সিন্দুর’ চালায়।

জয়শঙ্কর বলেছেন, বর্তমানে বিশ্ব একটি নতুন বহুমেরু বিশ্বব্যবস্থার (Multipolar World Order) দিকে এগিয়ে চলেছে। এটি সম্পূর্ণ নতুন বিশ্বব্যবস্থা নয়, বরং পুরনো ব্যবস্থা থেকে ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। আজকের বিশ্ব পরিস্থিতি আগের তুলনায় কম পশ্চিমা, বেশি বৈচিত্র্যময়, বেশি এশীয় এবং বেশি বৈশ্বিক হয়ে উঠছে। তিনি আরও যোগ করেছেন যে জাতিসংঘের (UN) মতো বৈশ্বিক সংস্থাগুলি এখন আর প্রাসঙ্গিক নয় কারণ সেগুলিতে আজকের বৈশ্বিক বাস্তবতার প্রতিফলন নেই। জয়শঙ্কর তাঁর বক্তব্য শেষ করে বলেছেন, রাজনীতি জলের মতো। এটি নিজের পথ খুঁজে নেয়। যদি বর্তমান সংস্থাগুলি কাজ না করে, তাহলে দেশগুলি অন্যান্য সহযোগিতার পথ খুঁজে নেবে। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।