বেতন কমিশন ছাড়াই বেতন বৃদ্ধি! নতুন বছরই সুখবর পেতে পারেন সরকারি কর্মীরা
- FB
- TW
- Linkdin
বেতন কমিশন ছাড়াই বেতন বৃদ্ধি
রিপোর্ট বলছেন কেন্দ্রীয় সরকরি কর্মীদের সংগঠনের প্রতিনিধিরা নয়া বেতন কমিশন গঠন না করেই বেতন বাড়ান হতে পারে বলে জানিয়েছেন।
বেতন কমিশন
আগামী বছর , ২০২৫ সালে বেতন কমিশন গঠন হওয়ার কথা রয়েছে। সেই নিয়ে সরকারের সঙ্গে কর্মীদের প্রতিনিধিদের আলোচনাও হয়েছিল।
বেতন কমিশনের নিয়ম
কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী ১০ বছরের জন্যই একটি বেতন কমিশন গঠন করা হয়। সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছিল ২০১৪ সালের ১ জানুয়ারি। সেই অর্থে আগামী বছর বেতন কমিশন গঠন হওয়ার কথা।
পাল্টা মত শিবগোপাল মিশ্রের
ন্যাশনাল কাউন্সিল অফ দ্য জয়েন্ট কনসালটিভ মেশিনারি’-র সচিব শিবগোপাল মিশ্র দাবি করেছেন যে তিনি এখনও মনে করেন যে নয়া বেতন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেসিক বেতন পরিবর্তন সবথেকে ভালো উপায়।
আলোচনার দাবি
শিবগোপাল মিশ্রের মতে যদি এই বেসিক স্যালারি পরিবর্তন নিয়ে কেন্দ্রের কোনও পরিকল্পনা থাকে, তাহলে আগে কর্মচারী সংগঠনের সঙ্গে আলোচনা করতে হবে।
সরকার নীরব
কেন্দ্রীয় সরকার নয়া বিকল্পের মাধ্যমে এবার সরকারি কর্মচারীদের বেসিক বেতন পরিবর্তন করতে পারে। যদিও এই বিষয়ে কেন্দ্রের তরফে কিছু বলা হয়নি।
২০২৫ সালের বাজেটে ঘোষণা
অষ্টম বেতন কমিশনের বিষয়ে এখনও সরকারি ভাবে কোনও ঘোষণা না করা হলেও একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, ২০২৫ সালে কেন্দ্রীয় বাজেটে এই নিয়ে ঘোষণা করতে পারে কেন্দ্র।
ডিসেম্বরে বৈঠক
ডিসেম্বরে ন্যশানাল কাউন্সিল অব জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির বৈঠক রয়েছে। সেখানে অষ্টম বেতন কমিশন নিয়ে আলোচনা হতে পারে।
নূন্যতম বেতন হতে পারে
সূত্রের খবর ২০২৫ সালের বাজেটে থাকতে পারে অষ্টম বেতন কমিশনের কথা। কেন্দ্রীয় সরকারের কর্মীদের বেতন বাড়তে পারে ১৮৬ শতাংশ। নূন্যতম বেতন ৫০ হাজারের বেশি।
সরকারি কর্মীদের বেতন হতে পারে
শিবগোপাল মিশ্রের অনুমান সবকিছু ঠিকঠাক থাকলে সরকারি কর্মীদের নূন্যতম বেতন হতে পারে ৫১ হাজার ৪৮০ টাকা। অর্থাৎ ১৮৬ শতাংশ বৃদ্ধি পাবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মূল বেতন।