DA বাড়ানোর আগে বিরাট খবর, জোড়া সুখবর মিলবে কেন্দ্রীয় কর্মীদের, জেনে নিন কী কী
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ইউনিফায়েড পেনশন স্কিম বেছে নেওয়ার সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এই স্কিম ২০২৫ সালের ১ এপ্রিল থেকে কার্যকর এবং একবার বেছে নিলে আর NPS-এ ফেরা যাবে না।

কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা-র অপেক্ষায় আছেন। বছরে ২ বার করে বাড়ে মহার্ঘ ভাতা।
এরই মাঝে চলতি বছরের শুরুতে ঘোষণা হয়েছে অষ্টম বেতন কমিশনের। ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা বেতন কমিশনের।
সকল সরকারি কর্মী এই বেতন কমিশনের দিকে তাকিয়ে রয়েছে। এরই মাঝে সুখবর দিল কেন্দ্র।
সোমবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সরকারি কর্মচারীরা ইউনিফায়েড পেনশন স্কিমের আওতায় যাবেন কি না, তা নির্ধারণের জন্য তাঁদের আরও তিন মাস দেওয়া হচ্ছে।
প্রাথমিক ভাবে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ন্যাশনাল পেনশন সিস্টেমে থাকবেন নাকি ইউনিফায়েড পেনশন স্কিমে থাকবেন সেটা বেছে নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৩০ জুন পর্যন্ত সময় পাবেন।
বিভিন্ন মহল থেকে সেই সময়সীমা বৃদ্ধির আর্জি জানানো হয়। সেই প্রেক্ষিতে ইউনিফায়েড পেনশন স্কিম বেছে নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৩০ জুন পর্যন্ত সময় পাবেন।
তবে, বিভিন্ন মহল থেকে সেই সময়সীমা বৃদ্ধির আর্জি জানানো হয়। সেই প্রেক্ষিতে ইউনিফায়েড পেনশন স্কিম বেছে নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারি কর্মীদের আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হচ্ছে।
৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় পাচ্ছেন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের স্বামী ও স্ত্রীরা।
ইউনিফায়েড পেনশন স্কিম ২০২৫ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হয়েছে। একবার ইউনিফায়েড পেনশন স্কিম বেছে নিল আবার এনপিএসে ফেরা যাবে না।
যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ইউনিফায়েড পেনশন স্কিমের আওতায় আছেন তারা পুরনো পেনশন স্কিমের আওতায় প্রাপ্ত অবসরকালীন সুযোগ- সুবিধা ও মৃত্যুকালীন গ্র্যাজুইটির সুযোগ সুবিধা পাবেন।

