- Home
- India News
- আমজনতার কাছে আরও সস্তায় মিলবে পেঁয়াজ? উৎসবের মরশুম শুরুর আগেই ক্রেতা সুরক্ষায় জোর কেন্দ্রের
আমজনতার কাছে আরও সস্তায় মিলবে পেঁয়াজ? উৎসবের মরশুম শুরুর আগেই ক্রেতা সুরক্ষায় জোর কেন্দ্রের
Onion Price Reduce: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি। হুহু করে জল বাড়ছে যমুনায়। বন্যা পরিস্থিতির জেরে জলের তলায় চাষের জমি। ফসল। এই অবস্থায় সাধারণ মানুষের কথা মাথায় রেখে কমছে পেঁয়াজের দাম। কত টাকা কমছে? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

দাম কমছে পেঁয়াজের?
বৃহস্পতিবার অর্থাৎ ৪ সেপ্টেম্বর থেকে কমছে পেঁয়াজের দাম। একে বৃষ্টি তার ওপর বন্যা বিধ্বস্ত উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্য। এই অবস্থায় সাধারণ মানুষকে স্বস্তি দিতে কমছে পেঁয়াজের দাম। বুধবার রাতেই এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী প্রহ্লাদ যোশী। তার দাবি, আমজনতাকে স্বস্তি দিতে ৪ সেপ্টেম্বর থেকে মোবাইলে ভ্যানে করে ভর্তুকি সহ পেঁয়াজ বিক্রি করা হবে। যাতে সবাই তা কিনতে পারেন।
পেঁয়াজের দাম কত টাকা কমছে?
জানা গিয়েছে, সাধারণ মানুষের চাহিদা মেটাতে জাতীয় কৃষি সমবায় বিপণন ফেডারেশন অফ ইন্ডিয়া (NAFED), জাতীয় সমবায় গ্রাহক ফেডারেশন অফ ইন্ডিয়া (NCCF) এবং অন্যান্য সমবায় সংস্থাগুলি ভর্তুকিযুক্ত হারে পেঁয়াজ বিক্রি করবে। এবং তা মোবাইল ভ্যানের মাধ্যমে পরিচালনা করবে।
বৃষ্টি বিপর্যয়ের কারণে দাম কমানোর সিদ্ধান্ত
জানা গিয়েছে, এই পদক্ষেপটি এমন এক সময়ে নেওয়া হচ্ছে যখন দেশে খাদ্যের দাম প্রচুর বৃদ্ধি পাচ্ছে। কারণ, খারাপ আবহাওয়া ফসলের ক্ষতি করছে এবং সরবরাহ ব্যাহত করছে। টমেটো, পেঁয়াজ এবং আলু, যা বেশিরভাগ পরিবারের প্রধান খাদ্য, অনিয়মিত বৃষ্টিপাত, তাপপ্রবাহ এবং অসময়ের ঝড়ের সবচেয়ে বড় শিকার হয়ে উঠেছে। এরফলে জোগান কমায় অনিয়ন্ত্রিত ভাবে দাম বেড়েই চলেছে এই সব সবজির।
কত টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করবে সরকার
এই বিষয়ে কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রী জানিয়েছে যে, সরকার ৪ সেপ্টেম্বর থেকে ২৫ টাকা প্রতি কেজি দরে পেঁয়াজ বিক্রি করবে। এতে সাধারণ মানুষের যেমন পকেট বাঁচবে। তেমনই সহজলভ্য হবে পেঁয়াজের যোগান।
হঠাৎ কেন এই পদক্ষেপ?
জানা গিয়েছে, ভর্তুকিযুক্ত পেঁয়াজ বিক্রিতে হস্তক্ষেপের মাধ্যমে সরকার স্বল্পমেয়াদে গ্রাহকদের সুরক্ষা প্রদানের লক্ষ্যে কাজ করছে। তবে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য সংরক্ষণ, পরিবহন এবং জলবায়ু-সহনশীল কৃষিকাজে বিনিয়োগের প্রয়োজন হবে।

