India Pak War Tension 2025: ভারতের 'অপারেশন সিঁদুরে' নিহত একাধিক পাক জঙ্গি। সেই সব হত পাক জঙ্গিদের ছঝবি প্রকাশ্যে এনেছে ভারত। জানুন বিশদে…            

India Pak War Tension 2025: ভারতের 'অপারেশন সিঁদুরে' নিহত একাধিক পাক জঙ্গি। সেই সব হত পাক জঙ্গিদের শেষকৃত্য পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় পালন করেছে পাকিস্তান (Pakistan News)। কারা ছিলেন জঙ্গিদের শেষকৃত্যের অনুষ্ঠানে? এবার তথ্য দিয়ে সেই চ্ত্র প্রকাশ্যে আনল ভারত সরকার (Central Government)।

সরকারি সূত্রে খবর, Operation Sindoor-এ নিহত পাকিস্তানের জঙ্গিদের ঘটা করে করা শেষযাত্রার অনুষ্ঠানে মৃতদের কফিনে পাকিস্তানের জাতীয় পতাকা মুড়িয়ে সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তানের পুলিশের আইজি থেকে শুরু করে সেনার লেফটেন্যান্ট জেনারেল, অনেকেই।

সূত্র মারফত খবরে জানা গিয়েছে, এঅই বিষয়ে ভারতীয় সেনা মোট পাঁচ জন পাকিস্তানি শীর্ষ আধিকারিকের নাম সহ ছবি প্রকাশ করেছে। প্রকাশিত ওই তালিকায় দেখা গিয়েছে, সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তান সেনার ফটেন্যান্ট জেনারেল ফায়াজ হোসেন শাহ। জানা গিয়েছে, তিনি লাহোরের আইভি কর্পসের কমান্ডার। এছাড়াও উপস্থিত ছিলেন, পাক সেনার লেমেজর জেনারেল রাও ইমরান সরতাজ, লাহোরের ১১তম ইনফ্যান্ট্রি ডিভিশনের সঙ্গে যুক্ত। এ ছাড়া ছিলেন ব্রিগেডিয়ার মহম্মদ ফুরকান শাব্বির, পাঞ্জাব পুলিশের ইনস্পেক্টর জেনারেল উসমান আনোয়ার ও পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের সদস্য মালিক শোয়েব আহমেদ ভের্থ। ভারত সরকারের তরফে প্রকাশিত তথ্য থেকে এই কয়জনের নমই প্রকাশ্যে এসেছে।

শুধু তই নয়, কেন্দ্রের তরফে যে ছবি প্রকাশিত হয়েছে সেখানে দেখা গিয়েছে, জঙ্গিদের শেষকৃত্যের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লস্কর ই তৈবার জঙ্গি হাফিজ আব্দুল রাউফ। সে আমেরিকার তৈরি সন্ত্রাসবাদীদের তালিকায় তার নাম বিশেষ ভাবে উল্লিখিত। ওই

ছবিতে লস্কর জঙ্গি আব্দুলকে ভাষণ দিতে দেখা গিয়েছে। তার পিছনে উপস্থিত ছিলেন পাক সরকারি আধিকারিকরা। তাঁদের চিহ্নিত করেই এদিন ছবি প্রকাশ্যে এনেছে ভারত সরকার।

ভারতের অভিযোগ, ২৬/১১ মুম্বই হামলার অন্যতম মাস্টারমাইন্ড লস্কর ই তৈবার জঙ্গি হাফিজ সৈয়দও এই শেষকৃত্যের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, কুখ্যাত হাফিজই পাকিস্তানে জামাত-উদ-দাওয়া নামের আর একটি সন্ত্রাসবাদী সংগঠন তৈরি করেছে। করণ, বারতের অপারেশন সিঁদুরের নিহতরা এই নিষিদ্ধ সংগঠনের জঙ্গি ছিল। নিহত সেই জঙ্গিদেরই শেষকৃত্যের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল পাকিস্তানের মুরিদকেতে। উল্লেখ্য, ভারতের অপারেশন সিঁদুরে নিহত জঙ্গিরা হল- কারি আব্দুল মালিক, খালিদ ও মুদাস্‌সির।

Scroll to load tweet…

প্রসঙ্গত, পহেলগাঁওয়ে হামলার পর থেকে সংঘর্ষ বনাম পাল্টা সংঘর্ষে উত্তপ্ত ভারত-পাক রাজনীতি। যদিও পরমাণু শক্তিধর দুই দেশের ব্যাপারে নাক গলাতে একেবারেই যে ইচ্ছুক নয় আমেরিকা সে ব্যাপারে বেশ কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে বার্তা দিয়েছিলেন মার্কিন উপ রাষ্ট্রপতি জে.ডি ভ্যান্স। কিন্তু তারপরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত-পাক সংঘর্ষ বিরতি নিয়ে বার্তায় ধোঁয়াশা তৈরি হয়েছে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে। এখন দেখার কোনদিকে এগোয় ভারত-পাক সংঘর্ষের এই জল।

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।